অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন [ সকল বিভাগ ]

জাতীয় বিশ্ববিদ্যালয় বা National University ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাত কলেজ সহ বিএসসি সম্মান, অনার্স দ্বিতীয় বর্ষ সকল বিভাগ যেমন : রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইতিহাস বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগসহ অনার্স ২য় বর্ষের সকল বিভাগ এর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস ও মানবন্টন অনুযায়ী বিগত সালের প্রশ্ন এবং মূল বইয়ের প্রশ্ন, হ্যান্ড নোট থেকে সরাসরি স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, যা মূলত বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন। এটি সকল নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ২০২২ সালের পরীক্ষা যা অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে। সেই অনুযায়ী এই বাংলাদেশের অর্থনীতি সাজেশনটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশের অর্থনীতি ২০২৩

বাংলাদেশের অর্থনীতি সাজেশন ২০২৩ মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন স্পেশালভাবে শর্ট সাজেশন আকারে প্রদান করা হয়েছে। তবে যারা পরীক্ষায় আরো ভালো নম্বর পেতে চান। তারা অবশ্যই মূল বইসহ, গাইড এবং বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে। কারণ বিগত সালের প্রশ্ন থেকে প্রায় সময়ই কমন আসে এবং সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন টি ফলো করলে আশা করা যায় ১০০% কমন নিশ্চিত থাকবে এবং ভালো ফলাফল করার সুযোগ থাকবে। ২০২০-২১ শিক্ষাবর্ষ সকল শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটি ১০০% কমনো উপযোগী। যা সকল বিভাগের জন্য প্রযোজ্য।

 

☞ আরে পড়ুন : অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩ [ সকল বিভাগ ]

 

আশা করা যায় অনার্স দ্বিতীয় বর্ষের সকল বিভাগ এর ছাত্র-ছাত্রীদের জন্য বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন টি মোটামুটি ভাবে পাস নম্বর পেতে সহযোগিতা করবে, আপনি যদি শর্ট সাজেশন খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আশা করা যায় ২০২২ সালের পরীক্ষা যা অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে, এ পরীক্ষায় এই স্পেশাল সাজেশনটি মোটামুটি পাশ নম্বর পাবেন।

 

বিষয় : বাংলাদেশের অর্থনীতি – Bangladesh Economy
বিষয় কোড : ২২২২০৯
শ্রেণী : অনার্স ২য় বর্ষ ( ২০২২ সালের পরীক্ষা )
পরীক্ষা : ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে।

 

 

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন

ক বিভাগ – অতি সংক্ষিপ্ত প্রশ্ন

অর্থনৈতিক উন্নয়ন কি?
উত্তর : দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে একটি দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বৃদ্ধির সাথে সাথে দেশের অর্থ সামাজিক কাঠামোর পরিবর্তন, জনগণের দৃষ্টিভঙ্গির অনুকূল পরিবর্তন এবং নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার ও উপাদানের ক্ষেত্রে তার প্রয়োগ ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।

“একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র ” – উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক নার্কসের।

অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি হল জাতীয় উৎপাদন বৃদ্ধির মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া।

NNP কি?
উত্তর : Net National Product বা নীট জাতীয় উৎপাদন।

ওয়েজ অর্নার্স স্কিম কি?
উত্তর : যে কর্মসূচির আওতায় বিদেশের অবস্থানরত প্রবাসীদের আয়োজিত মুদ্রা সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানি সুযোগ দেওয়া হয় তাকে ওয়েজ অর্নার্স স্কিম বলে।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?
উত্তর : বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অর্থব্যবস্থার।

আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লেখ?
উত্তর : আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম হল- খোলা বাজার নীতি ও ব্যাংক হারের পরিবর্তন।

HYB – এর পূর্ণরূপ কী?
উত্তর : HYB – এর পূর্ণরূপ হলো High Yield Value.

মানবসম্পদ বলতে কী বুঝ?
উত্তর : মানব সম্পদ বলতে শিক্ষিত দক্ষ কর্মশক্তিকে বুঝায়, যা একটি দেশের উন্নয়ন সম্ভব যা দ্বারা একটি দেশের উন্নয়ন সম্ভব।

মূল্য সংযোজন কর কাকে বলে? বা ( VAT ) কাকে বলে?
উত্তর : কোন পণ্যের অতিরিক্ত সম্মিলিত মূল্যের উপর সে পরোক্ষ কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর ( VAT ) বলে

বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর : বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হল : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

ADP – এর পূর্ণরূপ কি?
উত্তর : ADP – এর পূর্ণরূপ হলো: Annual Development Programme.

কৃষিতে লাগসই প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর : যে প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে প্রদত্ত সম্পদের সর্বোত্তম প্রয়োগ সম্ভবত তাকে লাগসই প্রযুক্তি বলে।

সমীকরণের সাহায্যে কিভাবে সঞ্চয়কে প্রকাশ করা যায়?
উত্তর : S = Y – C.

অবাধ বাণিজ্য কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যিক কোনো রকম সরকারি বিধি নিষেধ না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে।

মোবাইল ব্যাংকিং কি?
উত্তর : নগদ অর্থের লেনদেন বা স্থানান্তর যদিও ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু মানুষ খুব দূরত্ব তার সাথে অর্থ স্থানান্তর করতে চায়। সেক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো গ্রাহক এর সুবিধা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্থানান্তরের যখন কোন মোবাইল ফোন বা ব্যক্তিগত ডিজিটাল পদ্ধতি সহায়তায় নিয়ে লেনদেন করা হয় তখন তাকে মোবাইল ব্যাংকিং বলে।

SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর : SAFTA এর পূর্ণরূপ হলো : South Asian Free Trade Area.

আমদানি বিকল্প শিল্প কাকে বলে?
উত্তর : আমদানি না কলেজ দেশে যে শিল্প স্থাপন করা হয় তাকে আমদানিক বিকল্প শিল্প বলে।

খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝ?
উত্তর : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যে খাদ্য নিরবতা হচ্ছে সব মানুষের জন্য সব সময় পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের লাভ্যতা। যার ফলে তাদের পক্ষের অভাব এবং খাদ্যের অভিরূচী ও অগ্রাধিকার মিটিয়ে একটি কর্মঠ স্বাস্থ্যকর জীবন করতে পারে।

সিস্টেম লস কি?
উত্তর : নিয়মের ব্যত্যয় হলে যে ক্ষতি হয় তাকে সিস্টেম লস বলে।

দরিদ্রতার সংজ্ঞা দাও?
উত্তর : ব্যক্তির দরিদ্র অবস্থা কি দরিদ্রতা বলে।

পরিবহন কি?
উত্তর : পরিবহন হলো যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম।

সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি?
উত্তর : সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হলে তাকে সরাসরি বেসরকারি অংশীদারিত্ব বলে।

সঞ্চয় কাকে বলে?
উত্তর : ব্যয় যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে সঞ্চয় বলা হয়।

NBR -এর পূর্ণরূপ লেখ।
উত্তর : NBR -এর পূর্ণরূপ হলো: National Board of Revenue ( জাতীয় রাজস্ব বোর্ড )

 

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি সাজেশন | Bangladesh economy

খ বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন

  1. GNP ও GDP এর মধ্যে পার্থক্য কি?
  2. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  3. লেনদেনের ভারসাম্য কাকে বলে
  4. রেমিটেন্স কী? রেমিটেন্সের বৈধ প্রবাহ বৃদ্ধি ও নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
  5. মোট দেশ উৎপাদন, নীট জাতীয় উৎপাদন? ও নীট দেশজ উৎপাদনের সংজ্ঞা দাও।
  6. বাংলাদেশ সরকারের আয়ের উৎস কী কী?
  7. পুজি বা মূলধন বাজারের সংজ্ঞা দাও? বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্য কী কী?
  8. লেনদেন ভারসাম্য ও বাণিজ্য ভারসাম্য কী?
  9. ভুমিস্বত্ব ব্যবস্থা বলতে কী বুঝ?
  10. মূল্যস্ফীতি কাকে বলে?
    অথবা, মুদ্রাস্ফীতি কাকে বলে?
  11. বাংলাদেশের কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা বর্ণনা কর?
  12. বাংলাদেশে বস্ত্র শিল্পের সমস্যা সমূহ কী কী?
  13. বাংলাদেশের শক্তি সম্পদের বিভিন্ন উৎস সমূহ কী কী?
  14. সরকারি আয় এবং সরকারি ব্যয় কি?
  15. ” নারী উন্নয়ন নীতিমালা ” ২০১১ কি?
  16. ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝ?
  17. জলবায়ু পরিবর্তনে কিভাবে বাংলাদেশ বিপন্ন হয়েছে?
  18. বাংলাদেশের পরিবেশ দূষণের প্রধান কারণ গুলো লিখ?
  19. বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্য কী কী?
  20. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা সমূহ কী কী?
  21. ওয়েজ অর্নার্স স্কিম বলতে কি বুঝ?
  22. বাংলাদেশের কৃষিখাতে যান্ত্রিকরণ ও আধুনিককরণের পথে বাধা গুলো কি কি?
  23. আমদানি বিকল্পায়ন শিল্পায়ন ও রপ্তানিতাড়িত শিল্পায়ন কি?
  24. বাংলাদেশের অর্থনীতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা হিসেবে সমগ্র পরিবহন অধিদপ্তর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও?
  25. বাংলাদেশের বিদ্যুৎ ঘাটটির কারণ সমূহ কি কি?
  26. দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু সেতুর গুরুত্ব কী?
  27. মানব সম্পদ কী? মানব উন্নয়ন বলতে কি বুঝায়?
  28. টেকসই উন্নয়ন বলতে কি বুঝ?
  29. দরিদ্র বিমোচন বলতে কি বুঝ?
  30. সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বুঝ?

 

অনার্স দ্বিতীয় বর্ষ বাংলাদেশের অর্থনীতি সাজেশন ২০২৩ | সকল বিভাগ

গ বিভাগ – রচনামূলক প্রশ্ন

  1. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
  2. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণসমূহ বর্ণনা কর।
  3. অর্থনীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেখাও।
  4. বাংলাদেশের অর্থনীতির রাজস্ব নীতির ভূমিকা আলোচনা কর।
  5. বাংলাদেশের পুঁজিবাজারের দুর্বলতা গুলো চিহ্নিত কর।
    অথবা, বাংলাদেশের মতো অনুন্নত মুদ্রা বাজারের ত্রুটি সমূহ কি কি?
  6. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বর্ণনা কর।
  7. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য গ্রহণের পক্ষে যুক্তি দাও।
  8. বাংলাদেশের অর্থনৈতিতে কৃষির গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর?
  9. বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তা আলোচনা কর।
  10. কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল – এ উক্তিটির যথার্থ বিচার কর।
  11. (BEPZA কী?) BEPZA’র কার্যক্রম আলোচনা কর।
    অথবা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ও শিল্প খাতের বিকাশে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ভূমিকা বর্ণনা কর।
  12. শিল্প সংরক্ষণ কি? একটি শিল্পকে কখন সংরক্ষণ করা প্রয়োজন।
  13. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব বর্ননা কর।
  14. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বস্ত্র খাতের গুরুত্ব বর্ননা কর।
  15. রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের কার্যক্রম আলোচনা কর।
  16. রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যা সমাধানের উপায় সমূহ আলোচনা কর।
  17. বাংলাদেশের সড়কপত, রেলপথ, নৌপথ ও আকাশ পথের একটি বিবরণ দাও।
    অথবা, বাংলাদেশের পরিবহন ও যাতায়াত ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
  18. সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ গুলো কি তুলে ধরো।
  19. বাংলাদেশের জনসংখ্যা কাঠামো বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
  20. বাংলাদেশের জনসংখ্যার অধিক ঘনত্বের কারণ গুলো কি কি আলোচনা কর।
  21. দরিদ্র বিমোচনে বেসরকারি সংস্থা বা ( NGO) এনজিও এর ভূমিকা আলোচনা কর
  22. বাংলাদেশের দরিদ্র বিমোচন সরকারি কর্মসূচি আলোচনা কর।
    অথবা, বাংলাদেশে দরিদ্র নিরসন সরকার সরকারের সফলতার একটি বিবরণ দাও।
  23. বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের সমস্যা গুলো কী?
  24. বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিতে বৈশিষ্ট্য ও সম্ভাবনাময় খাতসমূহ আলোচনা কর।
  25. বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বন বিভাগের সংরক্ষণ ও উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর?
  26. জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তন বর্তমানে কিভাবে বাংলাদেশের পরিবেশকে বিপন্ন করছে? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ গৃহীত উদ্যোগ কি কি?

 

উপসংহার : ২০২২ সালের পরীক্ষায় ১০০% কমান স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন বা Bangladesh Economy Suggestion 2023. এই সাজেশনটি সকল বিভাগের জন্য প্রযোজ্য। এটি মূলত বিগত সালের বোর্ড প্রশ্ন এবং হ্যান্ড নোট থেকে সংকলিত করা হয়েছে। অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটিতে মূল বইসহ বিভিন্ন ভালো মানের প্রশ্নগুলো বাছাই করে স্পেশাল শর্ট সাজেশন আকারে দেওয়া হয়েছে।

National University – জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত সকল পরীক্ষার্থীর ১০০ নম্বরের সকল তত্ত্বীয় কোর্সের মধ্যে ৮০ নম্বর চূড়ান্ত পরীক্ষা, ১৫ নম্বর ইনকোর্স পরীক্ষা এবং ৫ নম্বর ক্লাস উপস্থিতি ভিত্তিতে নির্ধারিত হবে।

Sohel Mahmud
About Sohel Mahmud 10 Articles
Owner & Administrator Of RVWBD.COM

1 Trackback / Pingback

  1. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির উপায়

Leave a Reply

Your email address will not be published.


*