অনার্স ২য় বর্ষ অর্থনৈতিক ভূগোল ২০২৩ সাজেশন : ভূগোল ও পরিবেশ

অর্থনৈতিক ভূগোল ২০২৩

অর্থনৈতিক ভূগোল ২০২৩ : Economic Geography Suggestion 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় বা National University ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাত কলেজ অনুমোদিত বিএসসি সম্মান ( অনার্স দ্বিতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ বিভাগ – Geography And Environment ) এর জন্য নতুন সিলেবাস এবং নতুন মানবন্টন অনুযায়ী অর্থনৈতিক ভূগোল ২০২৩ সালের স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা মূলত ২০২২ সালের পরীক্ষার্থী ( অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে) এবং শিক্ষাবর্ষ ২০২০-২১ সহ সকল নিয়মিত ও অনিয়মিত অনার্স ২য় বর্ষ পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বিষয় কোড : ২২৩২০৫

প্রিয় শিক্ষার্থীগণ,

আপনি যদি অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনৈতিক ভূগোল ২০২৩ সালের পরীক্ষায় ভালো ফলাফল করতে চান, তাহলে মূল বই এবং বিগত সালের বোর্ড প্রশ্নের বিকল্প নেই বললেই চলে। কারণ মূল বই এবং বিগত সালের প্রশ্ন থেকেই ১০০% কমন নিশ্চিত থাকার সম্ভাবনা থাকে। এবং সাথে যদি আজকের পোষ্টের অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল সাজেশন ২০২৩ সকল প্রশ্নগুলো অনুসরণ করেন আশা করা যায় নির্বাচনী পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন। ভূগোল ও পরিবেশ বিভাগ এর অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীদের জন্য আজকের বিষয়টি [ Economic Geography ] খুবই গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক ভূগোল ২০২৩

যারা ভালো ফলাফল করতে চাচ্ছেন, তারা অবশ্যই বিগত সালের বোর্ড প্রশ্ন এবং মূল বইয়ের ভালো প্রশ্নগুলো পড়তে হবে এবং মোটামুটি পাশ নম্বর পেতে চাচ্ছেন তারা শুধু আজকের এই ভূগোল ও পরিবেশ বিভাগ এর অর্থনৈতিক ভূগোল সাজেশন টি ফলো করতে পারেন, আশা করা যায় এখান থেকে ১০০% কমন নিশ্চিত থাকবে।

 

অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনৈতিক ভূগোল ২০২৩ সালের স্পেশাল শর্ট সাজেশন থেকে আপনি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন সরাসরি হ্যান্ড নোট থেকে এবং বিগত সালের প্রশ্ন এবং মূল বইয়ের সমন্বয়ে অনার্স দ্বিতীয় বর্ষ নির্বাচনী পরীক্ষার ২০২৩ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে। পরীক্ষা ২০২২ এবং অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে।

 

বিষয় অর্থনৈতিক ভূগোল
বিষয় কোড ২২৩২০৫
শ্রেণী অনার্স ২য় বর্ষ (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)
পরীক্ষা ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে।

 

 

অনার্স ২য় বর্ষ অর্থনৈতিক ভূগোল সাজেশন | ভূগোল ও পরিবেশ বিভাগ

 

ক বিভাগ – অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

অর্থনৈতিক ভূগোলের জনক কে?
উত্তর : অর্থনৈতিক ভূগোলের জনক George Chisholm.

 

বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি করে উদাহরণ দাও।
উত্তর : প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড : কৃষি কাজ।, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড : ধান থেকে চালের রূপান্তরিত প্রক্রিয়া।, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড : জুতা পালিশ।, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড : সেবামূলক কাজ।

 

‘ Red Coller Worker ‘ ও ‘ Pink Coller Worker ‘ ও ‘ Blue Coller Worker ‘ ও ‘ White Coller Worker ‘ – কাদেরকে বলা হয়?
উত্তর : প্রাথমিক পর্যায় অর্থনৈতিক কর্মকান্ড – Red Coller Worker ও দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ড – Blue Coller Worker ও তৃতীয় পর্যায় অর্থনৈতিক কর্মকান্ড – Pink Coller Worker ও চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ড – White Coller Worker.

 

উন্নত মানের তুলার আঁশের দৈর্ঘ্য কত?
উত্তর : ১২.৭ মিলিমিটার থেকে ৬০মিঃ।

 

কোন অঞ্চলকে পৃথিবীর ধানের আঁধার বলে?
উত্তর : চীনের হোয়াংহো অঞ্চলকে ধানের আধার বলা হয়।

 

কোন শহরটিকে ” বিশ্বের সেলফিশের রাজধানী ” বলা হয় ?
উত্তর : স্টুয়ার্ট।

 

মিশ্র কৃষি কি?
উত্তর : যে কৃষি ব্যবস্থা একই জমিতে বাণিজ্যিক পশু পালন ও ফসল উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে।

 

অ্যাপারেল শিল্প কি?
উত্তর : গার্মেন্টস পাপ পোশাক শিল্পের অপর নাম অ্যাপারেল শিল্প।

 

ASEAN – এর পূর্ণরূপ কী?
উত্তর : ASEAN – এর পূর্ণরূপ হলো : Association Of Southeast Asian Nations.

 

পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষ কি?
উত্তর : বিশ্বের যেসব অঞ্চলে বনভূমির বৃক্ষের পাতা বছরে কোন একটি নির্দিষ্ট ঋতুতে ঝরে যায়, সেই বনভূমিকে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের বনভূমি বলে।

 

বাংলাদেশের সাদা স্বর্ণ কি?
উত্তর : বাংলাদেশের সাদা স্বর্ণ চিংড়ি।

 

পেট্রো রাসায়নিক শিল্প বলতে কি বুঝায়?
উত্তর : প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি থেকে পাওয়া রাসায়নিক দ্রব্যগুলো দিয়ে যে শিল্প প্রস্তুত করা হয় তাকে পেট্রোর রাসায়নিক শিল্প বলে।

 

Take-of Stage – শব্দটি কোন অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : Take-of Stage – শব্দটি Rostow’s -এর অর্থনৈতিক তত্ত্বের সাথে সম্পর্কিত।

 

GNP ও GDP – নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : GNP ও GDP – নির্ণয়ের সূত্রটি হলো : GNP = R + W + P এবং GDP = C + I + G

 

আপেক্ষিক দূরত্ব বলতে কি বুঝায়?
উত্তর : সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিমাপ বা দুটি স্থানের মধ্যে সংযোগ সাধন করাই হলো আপেক্ষিক দূরত্ব।

 

কফি ও চিনি উৎপাদনে কোন দেশ-বিশ্বাস শীর্ষস্থানীয়?
উত্তর : ব্রাজিল।

 

NAFTA – এর পূর্ণরূপ কী? ও এর সদস্য দেশ কতটি।
উত্তর : NAFTA – এর পূর্ণরূপ হলো : North American Free Trade Agreement এবং এর সদস্য দেশ ৩ টি।

 

Hard Currency কী?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যে যে মুদ্রা ব্যবহারিত হয় তাকে Hard Currency বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে।

 

জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লিখ?
উত্তর : জাতীয় আয় = খাজনা + মজুরি + সুদ + মুনাফা।

 

কোন দেশকে ধীবরের দেশ বা মৎস্য উৎপাদনের দেশ বলা হয়?
উত্তর : নরওয়ে।

 

কুইনারি অর্থনৈতিক কর্মকান্ডের দুটি উদাহরণ দাও?
উত্তর : উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ও (GIS) জিআইএস সংক্রান্ত কাজ।

 

বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর : বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৮)

 

” Geography Of Economic Behaviour ” – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Michacl E. Eliot Hurst.

 

” Geography : A Modern Synthesis ” – গ্রন্থটির লেখক কে?
উত্তর : Peter Haggett.

 

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কোনটি?
উত্তর : পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্র পথ।

 

বিশ্ব ব্যাংকের অপর নাম কি?
উত্তর : বিশ্ব ব্যাংকের অপর নাম হলো International Bank For Reconstruction And Development ( IBRD).

 

কোন জ্বালানিতে পরিবেশ দূষিত হয় না?
উত্তর : সিএনজি ( CNG).

 

মডেল কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর : ইংরেজি মডেল ( Model) শব্দটির ল্যাটিন শব্দ মডুলাস ( Modulus) থেকে এসেছে। Modulus শব্দের অর্থ আদর্শ।

 

ইইউ এর সদর দপ্তর কোথায় এবং এর একক মুদ্রার নাম কি?
উত্তর : ইইউ এর সদর দপ্তর ব্রাসেলস এবং ইইউ এর একক মুদ্রার নাম ইউরো।

 

অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনৈতিক ভূগোল ২০২৩ স্পেশাল শর্ট সাজেশন

 

খ বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. অর্থনৈতিক ভূগোল পাঠের উদ্দেশ্য বর্ণনা কর।
  2. অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু / পরিধি লিখ।
  3. বাণিজ্য কাকে বলে? অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?
  4. বিশ্বায়নের কারণ আলোচনা কর।
  5. প্রগাঢ় কৃষি পদ্ধতি ও স্বয়ংভোগী কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ লেখ।
  6. পানামা থাল পথের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব লিখ।
  7. সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি লেখ।
    অথবা, সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি আলোচনা কর।
  8. পৃথিবীর প্রধান প্রস্তুতকারী শিল্প অঞ্চলের সমূহের নাম লেখ।
  9. আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা কর।
    অথবা, আন্তর্জাতিক বাণিজ্য কৌশল সংক্ষেপে আলোচনা কর।
  10. সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি লিখ।
  11. শিল্প স্থানীয়করণের কারণ সমূহ কি কি?
    অথবা, শিল্প স্থাপনের বৃত্তি সমূহ আলোচনা কর।
  12. অর্থনীতিতে ভোগের গুরুত্ব কি?
  13. উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির বিবরণ দাও।
    অথবা, NAFTA এর পরিচয় দাও।
  14. জিডিপি (GDP) ও (GNP) জিএনপি এর মধ্যে পার্থক্য লিখ।
  15. BIMSTEC কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে লেখ।
  16. রাবার চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ আলোচনা কর
  17. অর্থনৈতিক কর্মকান্ডের বৈশিষ্ট্য নির্ণয় কর।
  18. ভূগোলের অন্যান্য শাখার সঙ্গে অর্থনৈতিক ভূগোলের সম্পর্ক দেখাও।
  19. (OPEC) ওপেকের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
  20. কার্ল মার্কস এর অর্থনৈতিক প্রবৃদ্ধির স্তরসমূহ আলোচনা কর।
  21. ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আলোচনা কর।
  22. বনভূমি সংরক্ষণের উপায় সমূহ লিখ।
    অথবা, বনভূমির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
  23. অভ্যন্তরীণ মৎস্য ও সামুদ্রিক মৎস্য বলতে কী বুঝ?
  24. বাগান কৃষির বৈশিষ্ট্য বলি আলোচনা কর।
  25. শিল্প স্থানীয়করণের কারণসমূহ কি কি।
    অথবা, শিল্প স্থানীয়করণের ভৌগলিক নিয়ামক সমূহ উল্লেখ কর।
  26. অর্থনৈতিক ভূগোলের সাথে অর্থনীতির সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর

 

অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনৈতিক ভূগোল সাজেশন ২০২৩ শর্ট সাজেশন

 

গ বিভাগ – রচনামুলক প্রশ্নমূলক প্রশ্ন

 

  1. অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও? অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা কর।
  2. অর্থনৈতিক কর্মকান্ড কাকে বলে? অর্থনৈতিক কর্মকান্ডের শ্রেণীবিভাগ বর্ণনা কর এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ামক সমূহ আলোচনা কর।
  3. অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনশীল ধারণা সমূহ বর্ণনা কর।
  4. যাযাবর পশু পালন এবং গবাদি পশুচারণের বিশ্ববন্টন আলোচনা কর।
  5. বনভূমির শ্রেণীবিভাগ কর এবং প্রত্যেক প্রকারের বিবরণ দাও।
  6. ইক্ষু অথবা রাবার উৎপাদনের অনুকূল ভৌগলিক অবস্থা ও বিশ্ব বন্টন আলোচনা কর।
  7. পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যচারণ ক্ষেত্রের বিবরণ দাও।
  8. ধানের বিশ্ব উৎপাদন বন্টন ও বাণিজ্য আলোচনা কর।
  9. খনিজ তেল কী? খনিজ তেলের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন বর্ণনা করো।
  10. কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ কর। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও।
  11. বিশ্বায়ন কি? বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা ও প্রভাব ব্যাখ্যা কর।
  12. ধান চাষের ও পাট চাষের এর বিশ্বব্যাপী উৎপাদন বন্টন ও বাণিজ্য আলোচনা কর।
  13. ভন থুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা কর।
  14. সেবাখাত কাকে বলে? অর্থনৈতিক বিকাশে সেবা খাতের ভূমিকা বর্ণনা কর।
  15. পরিবহন বলতে কি বুঝ? বিশ্ব বাণিজ্য প্রসারের পরিবহনের ভূমিকা আলোচনা কর।
  16. ওয়াল্টার ক্রিস্টোলারের কেন্দ্রীয় অবস্থান তত্ত্বের মূল্যায়ন কর।
  17. উন্নয়নশীল দেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান বিশ্লেষণ কর।
    অথবা, বাংলাদেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান বিশ্লেষণ কর।
  18. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি ও গুরুত্ব আলোচনা কর।
  19. কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক অবস্থা বর্ণনা কর। যে কোন একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বর্ণনা দাও।
  20. বিশ্বের প্রধান সমুদ্রপথের নাম লেখ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমুদ্রপথের গুরুত্ব আলোচনা কর।
  21. লৌহ ও ইস্পাত শিল্পের স্থানীয়করণের কারণসমূহ বর্ণনা কর। বিশ্বের যে কোন একটি দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও।
  22. বনজ সম্পদ বলতে কি বুঝ? বনজ সম্পদ সংরক্ষণের উপায় সমূহ আলোচনা কর।
  23. মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল অবস্থাসমূহ আলোচনা কর এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যচরণ ক্ষেত্রের বিবরণ দাও।

 

উপসংহার : অর্থনৈতিক ভূগোল বা Economic Geography মানুষের সাধারণত আর্থিক পরিবেশ, প্রতিষ্ঠান, ব্যবসায়, বাজার এবং অর্থনীতির অধ্যয়ন ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করে। এটি ব্যক্তিগত অর্থনীতির জন্য আর্থিক সংস্কৃতি, ব্যবসায় কৌশল, বাজার পরিবেশ এবং আর্থিক ক্ষমতা নিয়ে মানুষের অর্থনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করে। এটি বিভিন্ন স্তরের অর্থনীতিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করে, মানুষের আর্থিক সিদ্ধান্ত নিয়ে প্রভাব ফেলে এবং সমাজের আর্থিক উন্নয়নে সাহায্য করে। এটি নীতি নির্ধারণে, ব্যবসায় পরিচালনায়, উৎপাদন ও বাজারের প্রক্রিয়ায় মানুষের নিজের অর্থনৈতিক পছন্দ ও নীতির প্রভাব দেখায়। এটি অর্থনৈতিক সমস্যার অনুশীলন ও সমাধানে সহায়তা করে এবং মানুষের আর্থিক জীবনের মান ও মান্যতা বৃদ্ধি করে।

 

আপনি যদি National University বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগ [ Geography And Environment ] এর একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে অনার্স দ্বিতীয় বর্ষ সকল নিয়মিত ও অনিয়মিত সকল শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক ভূগোল এর স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা ২০২৩ সালের বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Economic Geography বিষয়টি ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

 

আরো পড়ুন : অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন ২০২৩

 

যাদের আগের প্রস্তুতি কম ছিল বা শর্ট সাজেশন খুঁজছেন, তাদের জন্য অর্থনৈতিক ভূগোল ২০২৩ সালের পরীক্ষার এই সাজেশন টি ভালো ফলাফল করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। এখানে প্রায় ১০০% কমনো উপযোগী শর্ট সাজেশন দেওয়া হয়েছে। যাদের প্রস্তুতি কম তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবেন পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। তাহলে আশা করা যায় ২০২২ সালের পরীক্ষার যা অনুষ্ঠিত হবে ২০২৩-৪ সালে , পাস নিশ্চিত থাকার সম্ভাবনা আছে। বিষয় কোড : ২২৩২০৫

 

আমাদের সাথে যুক্ত থাকুন :

ফেসবুক পেজ : Follow Us

ফেসবুক গ্রুপ : Join Now

 

আজকের অর্থনৈতিক ভূগোল ২০২৩ সাজেশনটি তৈরি করা হয়েছে শুধু মাত্র ২০২৩ সালের সকল পরীক্ষার্থীদের জন্য। কোনো ভুল তথ্য দেয়া হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। পোস্টটি ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *