অনার্স ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩-২০২৪

বাংলাদেশের সমাজবিজ্ঞান

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩-২০২৪

National University বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বি.এ. / বি.এস.সি. ( অনার্স দ্বিতীয় বর্ষ ) সকল বিভাগ যেমন; বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, ইসলামের শিক্ষা, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি অনার্স দ্বিতীয় বর্ষের ( আনুষঙ্গিক কোর্স নন-মেজর বাংলাদেশের সমাজবিজ্ঞান ) নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী সরাসরি হ্যান্ড নোট থেকে এবং বিগত সালের প্রশ্ন মূল বই থেকে সংগৃহীত ১০০% কমন উপযোগী [ Sociology of Bangladesh Suggestion 2024 ] অনার্স ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪ সালের জন্য তৈরি করা হয়েছে। বিষয় কোড : ২২২০০৯ ।

বাংলাদেশের সমাজবিজ্ঞান

Sociology of Bangladesh – বাংলাদেশের সমাজবিজ্ঞান

প্রিয় শিক্ষার্থীগন,
আজকের পোস্টে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বাংলা বিভাগ, অর্থনৈতিক বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, দর্শন বিভাগ, ইসলাম শিক্ষা বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর মূল বইয়ের থেকে সংকলিত সরাসরি হ্যান্ড নোট দ্বারা তৈরিকৃত অনার্স ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন তৈরি করা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষ সকল শিক্ষার্থীদের জন্য ২০২৩ ও ২০২৪ পরীক্ষায় বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন যা ১০০% কমন থাকার নিশ্চয়তা দেয়।

এই সাজেশনটি মূলত বিগত সালের প্রশ্ন, বিভিন্ন সাজেশন ও মূল বই এর থেকে বাছাইকৃত কমনো উপযোগী প্রশ্নগুলো সাজেশন আকারে দেওয়া হয়েছে। এখানে মূলত বাংলাদেশের সমাজবিজ্ঞান বা Sociology of Bangladesh এর স্পেশাল শর্ট সাজেশন যা ১০০% কমন উপযোগী। যারা অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই সাজেশন টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করা যায় এই সাজেশনটি অনুযায়ী আপনি সঠিক প্রস্তুতি নিতে পারলে, আপনার পরীক্ষার পাশ নম্বর নিশ্চিত বলা যায়।

আর যারা আরো ভালো ফলাফল করতে চান তাদেরকে অবশ্যই বাংলাদেশের সমাজবিজ্ঞান মূল বই ও বিভিন্ন সাজেশন ফলো করতে হবে। এখানে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সাজেশন আকারে দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ ২০২২ এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০২৩-২০২৪ সালে। তাই যারা একদমই কম প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আজকের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই সাজেশন থেকে কমন থাকার সম্ভাবনা থাকবে। বিষয় কোড : ২২২০০৯

বিষয় বাংলাদেশের সমাজবিজ্ঞান : Sociology of Bangladesh
বিষয় কোড ২২২০০৯
শ্রেণী অনার্স ২য় বর্ষ (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)
পরীক্ষা ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে।

 

অনার্স দ্বিতীয় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩-২০২৪

খ বিভাগ

  1. সামাজিক অসমতা বলতে কি বুঝ? বাংলাদেশের সামাজিক অসমতার কারন সংক্ষেপে বিশ্লেষণ কর।
  2. শিক্ষানীতি কী? জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য কী?
  3. নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ সংক্ষেপে আলোচনা কর।
  4. চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত এর সুফল ও কুফল ব্যাখ্যা কর।
  5. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ।
    অথবা, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখ।
  6. দরিদ্র দুষ্টচক্র কি? দরিদ্র বলতে কী বুঝ?
  7. ৬ দফা ও ১১ দফা দাবির পটভূমি লেখ। ৬ দফা ও ১১ দফা দাবির তাৎপর্য লিখ।
  8. প্যারোল কী? প্যারোল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে উল্লেখ কর।
  9. প্রজননশীলতা বলতে কি বুঝ? প্রজনন ও জনন ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ।
  10. বয়সভিত্তিক অসমতা বলতে কি বুঝায়?
  11. জ্ঞাতি সম্পর্ক কী? জ্ঞাতি সম্পর্কের সামাজিক ভূমিকা আলোচনা কর।
  12. টোটেম ও ট্যবুর সংজ্ঞা দাও।
  13. গ্রামীন ক্ষমতা কাঠামো উপাদানসমূহ আলোচনা কর। গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ লিখ।
  14. স্থানীয় সরকার বলতে কি বুঝায়?
  15. প্রবেশন কী?
  16. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য গুলো কী কী?
  17. রাজনৈতিক সংস্কৃতি কী? বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতির গতিপ্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
  18. আমলাতন্ত্রের সংজ্ঞা লেখো।
  19. গ্রামীণ ক্ষমতা কাঠামো কী? বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতা কাঠামো সংক্ষেপে আলোচনা কর।
  20. সুশীল সমাজ বলতে কি বুঝায়।
  21. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।

 

☞ আরো পড়ুন : অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি ২০২৩ সাজেশন [ সকল বিভাগ ]

 

অনার্স ২য় বর্ষ Sociology of Bangladesh Suggestion 2024

গ বিভাগ

  1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর।
  2. জনসংখ্যার বয়স কাঠামোর সংজ্ঞা দাও। বয়স কাঠামোর বৈশিষ্ট্য লিখ।
  3. সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
    অথবা , কি কি উপাদানের ভিত্তিতে সাংস্কৃতিক গড়ে ওঠে?
  4. উপনিবেশবাদ বলতে কী বুঝ? ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের পটভূমি সম্পর্কে আলোচনা কর।
  5. বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রকৃতি ব্যাখ্যা কর। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সমস্যার কারণ সমূহ আলোচনা কর।
    অথবা, বাংলাদেশের জনসংখ্যা স্থিতির কারণ গুলো আলোচনা কর।
  6. ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর।
  7. চাকমা ও গারো সমাজের পরিবার ও বিবাহের বর্ণনা দাও এবং এদের সমাজের পরিবর্তনের কারণগুলো ও আর্থসামাজিক অবস্থা আলোচনা কর।
  8. গারো ও সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা বর্ণনা কর।
  9. বাংলাদেশের অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা কর।
    অথবা, আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারন ও ফলাফল বা প্রভাব আলোচনা কর।
  10. সামাজিকীকরণের মধ্যমসমূহ আলোচনা কর।
    অথবা, সামাজিকীকরণের মধ্যম হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মাধ্যমের ভূমিকা আলোচনা কর।
  11. সামাজিক কারণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
  12. সামাজিক অসমতা বা বৈষম্যর প্রকৃতি বর্ণনা কর এবং সামাজিক বৈষম্যের কারন গুলো বর্ণনা কর।
  13. বাংলাদেশের পলি উন্নয়ন প্রতিবন্ধকতা সমূহ ব্যাখা কর।
  14. বিশ্বায়নের জন্য দায়ী কারণ সমূহ ও ফলাফল ব্যাখ্যা কর এবং বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
  15. কৃষি কাঠামো কি? বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য ও সমস্যাসমূহ আলোচনা কর।
    অথবা, বাংলাদেশের কৃষি আধুনিকরণের প্রধান সমস্যা ও কৃষি ও অকৃষি কার্যক্রম আলোচনা কর।
  16. সাম্প্রতিক বাংলাদেশ বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারণসমূহ চিহ্নিত কর।
  17. বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সাংস্কৃতির প্রকৃতি আলেচনা কর।
  18. বাংলাদেশের অপরাধের কারণ ও বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায় সমূহ আলোচনা কর।
  19. বাংলাদেশের শিক্ষার উপর কর-নার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা কর।
  20. বাংলাদেশের গ্রামীণ দরিদ্র প্রকৃতি আলোচনা কর এবং এর কারণ ও দূরীকরণের উপায় গুলো ব্যাখ্যা কর।
  21. ৭ মার্চের ভাষণ তাৎপর্য লিখ। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা কর।

 

শেষ কথা : এই স্পেশাল ১০০% কমনো উপযোগী শর্ট সাজেশন টি, RVWBD কর্তৃক তৈরি করা। এখানে বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন কমনো উপযোগী প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে, যাতে অনার্স দ্বিতীয় বর্ষ সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় ভালো নম্বর পায়।

 

আমাদের সাথে যোগাযোগ করুন :

Facebook Page : https://facebook.com/rvwbd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *