অনার্স ২য় বর্ষ ভূমিরূপবিদ্যা সাজেশন ২০২৪ : ভূগোল ও পরিবেশ

ভূমিরিপবিদ্যা সাজেশন ২০২৪

National University – NU বা জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স ২য় বর্ষ ২০২৩ সাল ও ২০২৪ সালের পরীক্ষার ( Geomorphology Suggetion ) ভূমিরূপবিদ্যা সাজেশন ২০২৪ তৈরি করা হয়েছে। আশা করা যায় এই স্পেশাল শর্ট সাজেশন দিয়ে ১০০% কমন উপযোগী থাকবে।

ভূমিরিপবিদ্যা সাজেশন ২০২৪

Geomorphology Suggetion – ভূমিরূপবিদ্যা সাজেশন ২০২৪ [ শিক্ষাবর্ষ ২০২১-২২ ]

প্রিয় শিক্ষার্থীগন,
আজকে আমরা আলোচনা করবো ভূগোল ও পরিবেশ বিভাগ অনার্স ২য় বর্ষ এর [ Geomorphology Suggetion ] ভূমিরূপবিদ্যা সাজেশন ২০২৩, যা মুলত ২০২৪ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ ভূমিরূপ বিদ্যা সাজেশন এবং বোর্ড প্রশ্ন ও বিগত সালের প্রশ্ন নিয়ে, এখানে ভূমিরূপ বিদ্যা এর বিস্তারিত আলোচনা সহ স্পেশাল শর্ট সাজেশন যা ১০০% কমনো উপযোগী বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করা যায় ২০২৪ সালের পরীক্ষায় ১০০% কমন পড়ার উপযোগী থাকবে। যা মূলত ২০২১-২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে।

ভূমিরূ পবিদ্যা সাজেশন মূলত মূল বই এবং বিশেষ গাইড এবং বিভিন্ন হ্যান্ড নোট থেকে সংগ্রহ করা হয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলো সমন্বয়ে আজকের এই সাজেশন টি তৈরি করা হয়েছে, যা মূলত ভূগোল ও পরিবেশ বিভাগ এর ভূমিরূপ বিদ্যা পরীক্ষার জন্য একটি উপকারী কমনো উপযোগী সাজেশন হবে। তবে আপনাকে অবশ্যই মূল বই এবং বিগত সালের প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। এই সাজেশনটির পাশাপাশি যদি ভূমিরূপ বিদ্যা এর বিগত সালের প্রশ্ন ও মূল বই পড়ে থাকেন তাহলে আশা করা যায়, অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এটি মুলত ২০২৩ সালের পরীক্ষা যা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

 

বিষয় ভূমিরূপবিদ্যা : Geomorphology
বিষয় কোড ২২৩২০৩
শ্রেণী অনার্স ২য় বর্ষ (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)
পরীক্ষা ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে।

 

অনার্স ২য় বর্ষ ভূমিরূপ বিদ্যা সাজেশন ২০২৪ | পরীক্ষা-২০২২

সংক্ষিপ্ত প্রশ্ন – খ বিভাগ

  1. জলবায়ু ও ভূমিরূপ গঠন প্রক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বর্ণনা কর।
  2. জলবায়ুজ দভূমিরূপ অঞ্চলের বর্ণনা দাও।
  3. ভূমিকম্প প্রবণ অঞ্চল গুলোর নাম লেখ।
    অথবা, পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল সমূহ আলোচনা কর।
  4. ভাঁজ ও চ্যুতির মধ্যে পার্থক্য কি? প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
  5. বাংলাদেশের ভূমিধ্বস প্রভাব বর্ণনা কর।
  6. মুল নদী, উপনদী ও শাখা নদীর পরিচয় দাও।
  7. বদ্বীপ গঠন অনুকূল পরিবেশ বর্ণনা কর।
  8. নদীর ক্ষয় কার্যের বিভিন্ন পদ্ধতি গুলো সংক্ষিপ্ত বর্ণনা করো।
  9. ক্ষয়জাত পদার্থের পরিবহন প্রক্রিয়া বর্ণনা কর।
  10. মরুভূমির সংজ্ঞা দাও। কিভাবে এর সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
  11. হৈমবাহিক ও অধিহৈমবাহিক ভূমিরূপ এর পার্থক্য দেখাও।
  12. প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমির মধ্যে পার্থক্য দেখাও।
    অথবা, এদের বৈশিষ্ট্য আলোচনা কর।
  13. সমুদ্র স্রোতের কারণসমূহ উল্লেখ কর।
  14. বদ্বীপ কি? বদ্বীপের শ্রেণীবিভাগ কর।
    অথবা, উপকূলের শ্রেণীবিভাগ বর্ণনা কর।
  15. বাংলাদেশের ভূমিরূপের বিবর্তন আলোচনা কর।
    অথবা, বাংলাদেশ গঠনের ভূতাত্ত্বিক ইতিহাস সংক্ষেপে আলোচনা কর।
  16. পৃথিবীর আগ্নেয় বলয় গুলো কেন ভূমিকম্পনপ্রবণ ব্যাখ্যা কর।
  17. ভূত্বকের ভাজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
  18. নদী ক্ষয় কার্যের বিভিন্ন পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
  19. পারিবেশিক সমস্যার সমাধানে ভূমিরূপবিদ্যা পাঠের গুরুত্ব লেখো।
  20. এল সি কিং এর ধারণা ইনসেলবার্জের উদ্ভব কিভাবে ঘটে তা ব্যাখ্যা কর ।
  21. একটি ভূ-ভাঁজ অংকন করো এবং এর বিভিন্ন অংশের নাম লিখ।
  22. জোয়ার ভাটার শ্রেণীবিভাগ কর এবং বিবরণ দাও।

 

☞ আরো পড়ুন: ভূগোল ও পরিবেশ বিভাগ 

 

অনার্স দ্বিতীয় বর্ষ ভূমিরূপবিদ্যা সাজেশন ২০২৩-২৪ [ Geomorphology Suggetion ]

রচনামূলক প্রশ্ন – গ বিভাগ

  1. ভূমিরূপ বিদ্যার সংজ্ঞা দাও। ভূমিরূপবিদ্যার ধারণা সমূহ আলোচনা কর।
  2. ভূমিরূপ বিদ্যা কি? ভূগঠন প্রক্রিয়া সমূহ সংক্ষেপে আলোচনা কর।
  3. ডেভিসের ক্ষয়চক্র মতবাদের ধারণা ও পর্যালোচনা কর।
    অথবা, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের ধারণা ও সমালোচনা ব্যাখ্যা কর।
  4. ঢালের শ্রেণীবিভাগ কর। ঢালের বিবর্তন সম্পর্কিত পেঙ্কের ধারণা বর্ণনা কর।
    অথবা, ঢালের ক্রমবিকার সম্পর্কে পেঙ্কের ধারণা মূল্যায়ন কর।
  5. কার্স্ট ভূমিরূপের বিকাশের কারণসমূহ আলোচনা কর বা শর্তাবলী আলোচনা কর এবং কার্স্ট ভূপ্রকৃতির সংক্ষেপে বর্ণনা করো।
  6. ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণ, ধরন, বন্টন ও ফলাফল উল্লেখ কর।
  7. বন্যা কি? বন্যার প্রকৃতি, কারণ ও নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা কর।
  8. প্লাবন ভূমির বৈশিষ্ট্য বর্ণনা কর। প্লাবন ভূমির সঞ্চয়জাত ভূমিরূপ বর্ণনা কর।
    অথবা, প্লাবন সমভূমির বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।
  9. বায়ুর ক্ষয়কার্য কি? কিভাবে করে এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
  10. মরুভূমি সংজ্ঞা দাও। সংক্ষেপে মরু অঞ্চলের সৃষ্ট ভূমিরূপ বর্ণনা কর।
  11. হিমবাহের সংজ্ঞা দাও। এবং শ্রেণীবিভাগ কর এবং এর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সমূহ বর্ণনা কর।
  12. গ্রাবগ্রাম কিভাবে সৃষ্টি হয়? গ্রাবগ্রাম রেখার শ্রেণীবিভাগ বিশদভাবে বর্ণনা কর।
  13. প্রত্ন ভূমিরূপ বিজ্ঞানের পরিধি লেখ এবং প্রত্ন ভূমিরূপ বিদ্যা পাঠের গুরুত্ব আলোচনা কর।
  14. উপকূলের শ্রেণীবিভাগ বর্ণনা করো। সামুদ্রিক সঞ্চয় কার্যে উপকূলের সৃষ্ট ভূমিরূপসমূহের বিবরণ দাও।
  15. জোয়ার ভাটার শ্রেণীবিভাগ কর এবং বিবরণ দাও। সমুদ্র স্রোতের কারণসমূহ বর্ণনা কর।
  16. অগ্নুৎপাতের কারণ সমূহ উল্লেখ করে এবং প্রধান প্রধান আগ্নেয় ভূমিরূপ এর বর্ণনা দাও।
  17. বদ্বীপ গঠন প্রক্রিয়া ও কাঠামো বর্ণনা করে বাংলাদেশের বিদ্যমান বদ্বীপের শ্রেণীবিভাগ দেখাও।
  18. বাংলাদেশের ভূতাত্মিক গঠন কাঠামো বর্ণনা কর এবং ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ কর।
  19. বাংলাদেশের কোয়াটারনারি ও প্লাইস্টোসিন যুগের পললায়নের ধারণা বর্ণনা কর।
  20. বালিয়াড়ির শ্রেণীবিভাগ আলোচনা কর।

 

 

শেষ কথা : National University – NU বা জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ অনুমোদিত বিসিএস অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগ এর নতুন সিলেবাস ও মানবন্টন অনুযায়ী অনার্স ২য় বর্ষ ভূমিরূপ বিদ্যা সাজেশন ২০২৩ ও ২০২৪ সালের স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এখানে মূলত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এবং মডেল প্রশ্ন সমূহ যাবি বিগত সালের প্রশ্নাবলি এবং মূল বই ও হ্যান্ড নোট থেকে বাছাই করে তৈরি করা হয়েছে। তাই যারা ২০২১-২২ সালের শিক্ষাবর্ষের পরীক্ষার্থী আছেন যা অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্পেশাল শর্ট সাজেশন। আশা করা যায় এর থেকে ভালো ফলাফল করা যাবে।

 

আমাদের সাথে যোগাযোগ করুন :

Facebook Page :  https://facebook.com/rvwbd/

Facebook Group: https://facebook.com/groups/rvwbd/

1 Trackback / Pingback

  1. ক্ষয়চক্র কি? ডেভিসের ক্ষয়চক্র মতবাদ ও সমালোচনা বা পর্যালোচনা কর

Leave a Reply

Your email address will not be published.


*