অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Psychology

মনোবিজ্ঞান সাজেশন ২০২৩

অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Psychology

মনোবিজ্ঞান সাজেশন ২০২৩

আজকের পোস্টে আমরা আলোচনা করবো Honors 1st Year Psychology Suggestion 2023 ( অনার্স ১ম বর্ষ সাধারণ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ [ ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ] স্পেশাল শর্ট সাজেশন নতুন সিলেবাস অনুযায়ী। ডিগ্রী বা অনার্স পরীক্ষার জন্য নতুন ভাবে তৈরি করা হয়েছে। Introduction To Psychology Suggestion

National University (NU) – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস কোর্সের প্রথম পত্র সাধারণ মনোবিজ্ঞান ও পরীক্ষণ মনোবিজ্ঞান, চতুর্থ বর্ষ এর বিকাশ মনোবিজ্ঞান, অনার্স প্রথম বর্ষ মনোবিজ্ঞান, অনার্স ১ম বর্ষের (সমাজকর্ম) নন-মেজর কোর্সের মনোবিজ্ঞানের মূলনীতি, অনার্স ৩য় বর্ষ (দর্শন) কোর্সের নন-মেজর : মনোবিজ্ঞানের ভূমিকা ইত্যাদিসহ বিভিন্ন শ্রেণীর জন্য ২০২৩ সালের মনোবিজ্ঞান সাজেশন। ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার জন্য এই সাধারণ মনোবিজ্ঞান সাজেশন তৈরি করা হয়েছে।

এখানে আপনি, ডিগ্রী পাস, অনার্স প্রথম বর্ষ মনোবিজ্ঞান,
অনার্স ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ও দর্শন, বিএড এবং অনার্স এর মনোবিজ্ঞান শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীরা তাদের মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ সালের জন্য জন্য চাহিদা পূরণ করতে পারবে। তাছাড়া বিএসসি মনোবিজ্ঞান পাঠ্যসূচির সকল বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কারণে বিসিএস পরীক্ষার্থী গণ এই মনোবিজ্ঞান সাজেশন দ্বারা উপকৃত হবেন।

কিন্তু বিশেষ করে National University (NU) – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ( Honors 1st Year Psychology Suggestion 2023 ) অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ তৈরি করা হয়েছে। অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন মূলত ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এখানে বিগত সালের প্রশ্ন সহ বিভিন্ন সাজেশন থেকে এবং নোটস থেকে এই মনোবিজ্ঞান সাজেশন টি তৈরি করা হয়েছে। এটি প্রধান বিষয় হল ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের ভালো ফলাফলের উদ্দেশ্যে এবং তাদের মনোবিজ্ঞান বিষয়টির উপর একটি স্পেশাল শর্ট সাজেশন ( Psychology Suggestion 2023 ) ১০০% কমন নিশ্চিত করবে ।

 

☞ আরো পড়ুন : অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ 

 

যারা ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছেন এবং ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন ১০০% কমন উপযোগী শর্ট সাজেশন খুজতেছেন তারা সঠিক জায়গায় এসেছেন কারণ আজকে এখানে মূলত অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান শর্ট সাজেশন [ Honors 1st Year Psychology Suggestion 2023 ] দেয়া হয়েছে। ২০২৩ সালের পরীক্ষার্থীদের এই সাজেশন টি পড়ার পাশাপাশি বিগত সালের প্রশ্ন ও মূল বইয়ের ভালো প্রশ্নগুলো দেখার অনুরোধ রইলো। তাহলে আশা করা যায় পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এবং ১০০% কমন পরার সম্ভাবনা থাকবে। এখানে শুধু বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যা বিভিন্ন হ্যান্ড নোটস, গাইড, মূল বই সহ বিগত সালের প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে যা সম্পুর্ন নতুন সিলেবাস অনুযায়ী।

 

বিষয় : মনোবিজ্ঞানIntroduction To Psychology
বিষয় কোড : ২১৩৯০৫
শ্রেণী : অনার্স ১ম বর্ষ ( ২০২১-২০২২ শিক্ষাবর্ষ )
পরীক্ষা : ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।

 

 

অনার্স প্রথম বর্ষ সাধারণ মনোবিজ্ঞান সাজেশন : ১০০% কমন

ক বিভাগ

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : মনোবিজ্ঞান হল জৈব সামাজিক বিজ্ঞান।

 

“Pshyche” শব্দের অর্থ কি?
উত্তর : মন বা আত্মা।

 

কোন শব্দসমুহ থেকে “Psychology” শব্দের উৎপত্তি?
উত্তর : দুটি গ্রিক শব্দ Psyche ও Logos থেকে “Psychology” শব্দের উৎপত্তি?।

 

আচরণ কি?
উত্তর : আচরণ শব্দটির অর্থ মনোবিজ্ঞানে খুবই ব্যাপক। আচরণ হল যে কোন কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায় ও পরিমাপ করা যায়।

 

মনোবিজ্ঞানে যেকোনো দুটি ফলিত শাখার নাম লিখ?
উত্তর : মনোবিজ্ঞানে যেকোনো দুটি ফলিত শাখার নাম হলো মেডিসিনাল মনোবিজ্ঞান ও ক্লিনিকাল মনোবিজ্ঞান।

 

মনোবিজ্ঞানকে কে প্রথম আচরণের বিজ্ঞান বলে?
উত্তর : মনোবিজ্ঞানকে প্রথম জে. বি. ওয়াটসন, ১৯১৩ সালে আচরণের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেন।

 

সংবেদনের তীব্রতা কিসের উপর নির্ভর করে?
উত্তর : সংবিধানের তীব্রতা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে।

 

গবেষণা তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণের জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়?
উত্তর : গবেষণা তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন করা হয়।

 

চক্ষু সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু?
উত্তর : পরাসমবেদী স্নায়ু।

 

মুলার -লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস?
উত্তর : জ্যামিতিক অধ্যাস।

 

স্মৃতি কি?
উত্তর : স্মৃতি বলতে ব্যক্তির শিক্ষা করা বিষয়ের পুনরুৎপাদনের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ স্মৃতি এমন প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যার সাহায্যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজন বলে তথ্যের পুনরুৎপাদন করে।

 

যূথচারিতা কোন ধরনের প্রেষণা?
উত্তর : সামাজিক প্রেষনা।

 

আবেগ নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের নাম লিখ?
উত্তর : গুরু মস্তিষ্ক।

 

অনুষঙ্গ কত প্রকার?
উত্তর : অনুষঙ্গ ২ প্রকার।

 

মানসিক প্রক্রিয়া কি?
উত্তর : মানসিক প্রক্রিয়া হলো: আবেগ, চিন্তন, প্রত্যক্ষণ, স্বপ্ন, প্রেষণা, স্মৃতি ইত্যাদি।

 

ফাই ঘটনা কোন ধরনের অধ্যাস?
উত্তর : জ্যামিতিক অধ্যাস।

 

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : বি. এফ. স্কিনার।

 

রেটিনার সংবেদী কোষ গুলোর নাম লিখ?
উত্তর : বড় কোষ ও কোণ কোষ।

 

প্যাভলভের পরীক্ষনে সাপেক্ষে উদ্দীপক কোনটি?
উত্তর : প্যাভলভের পরীক্ষনে সাপেক্ষে উদ্দীপক হলো ঘন্টাধ্বনি।

 

“De Anima” – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : “De Anima” – গ্রন্থটির রচয়িতা এরিস্টটল।

 

মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি পদ্ধতির নাম লেখ?
উত্তর : পরীক্ষণ পদ্ধতি ও আন্তদর্শন পদ্ধতি।

 

চল কত প্রকার?
উত্তর : চল ৪ প্রকার।

 

স্মৃতির দুটি উপাদানের নাম লিখ?
উত্তর : স্মৃতির দুটি উপাদান হলো সংরক্ষণ ও শিক্ষন।

 

মাতৃত্ব কোন ধরনের প্রেষণা?
উত্তর : জৈবিক প্রেষণা।

 

চিরায়ত সাপেক্ষীকরনের জনক কে?
উত্তর : চিরায়ত সাপেক্ষীকরনের জনক হলো আইভান পি. প্যাভলভ।

 

গ্রীক এবং রোমানরা বিশ্ব সৃষ্টি সংক্রান্ত উপাদানের ভিত্তিতে ব্যক্তিত্বকে কত ভাগে ভাগ করেছেন?
উত্তর : গ্রীক এবং রোমানরা বিশ্ব সৃষ্টি সংক্রান্ত উপাদানের ভিত্তিতে ব্যক্তিত্বকে ৪ ভাগে ভাগ করেছেন।

 

প্রেষণা চক্রের প্রথম ধাপের নাম কি?
উত্তর : শারীরিক উপাদানের অভাব।

 

আবেগের সময় কোন গ্রান্থি প্রধান ভূমিকা পালন করে?
উত্তর : আবেগের সময় হাইপোথ্যালামাস গ্রান্থি প্রধান ভূমিকা পালন করে।

 

সার্ভে Q3R – এর পূর্ণরূপ কি?
উত্তর : সার্ভে Q3R – এর পূর্ণরূপ হলো Question Read Recite Review।

 

MMPI ও WAIS – এর পূর্ণরূপ কি?
উত্তর : MMPI – এর পূর্ণরূপ হলো Multiphasic
Personality Inventory ও WAIS – এর পূর্ণরূপ হলো Adult Intelligence Scale.

 

মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কার দ্বারা, কোথায় ও কখন স্থাপিত হয়?
উত্তর : মনোবিজ্ঞানে প্রথম গবেষণাগার উইলহেম উন্ড -এর দ্বারা জার্মানিতে লিপজিগ শহরে ১৮৭৯ সালে স্থাপিত হয়।

 

দীর্ঘায়িত পদ্ধতি কাকে বলে?
উত্তর : দীর্ঘ সময় নিয়ে বিকাশমূলক আচরণ পর্যবেক্ষণ করাকে দীর্ঘায়িত পদ্ধতি বলে।

 

ওয়েবার-ফেকনার সূত্রটি লিখ?
উত্তর : ওয়েবার-ফেকনার সূত্রটি হলো : S = K Log R .

আত্মরক্ষামূলক কৌশল কাকে বলে?
উত্তর : হতাশার ফলে ব্যক্তির মধ্যে যে দুশ্চিন্তা সৃষ্টি হয় তা থেকে নিজেকে রক্ষার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করে তাকে এসব প্রক্রিয়াকে আত্মরক্ষামূলক কৌশল বলা হয়।

মাতৃগর্ভে কতদিন অবস্থানের পর গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হবার উপযোগী হয়?
উত্তর : মাতৃগর্ভে ২৭০ থেকে ২৮০ দিন অবস্থানের পর গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হবার উপযোগী হয়।

 

 

অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ [ ২০২১-২২ শিক্ষাবর্ষ ]

খ বিভাগ

  1. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।
  2. প্রত্যয় গঠন প্রক্রিয়ার স্তর সমূহ আলোচনা কর।
  3. স্টানফোর্ড বিনে অভিক্ষাটি আলোচনা কর।
  4. অধ্যাস ও অলীকবীক্ষণের পার্থক্য লিখ।
  5. চিরায়ত স্বপক্ষীকরণ ও করন শিক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
  6. ভাষাবিত্তিক ও কার্যসম্পাদনী অভিক্ষার মধ্যে পার্থক্য লেখ।
  7. বয়ঃসন্ধির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
  8. পুনরুদ্রেক পদ্ধতি বলতে কি বুঝ?
  9. স্মৃতির উপাদান গুলি ব্যাখ্যা কর।
  10. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা কি?
  11. গর্ভরজ্জু অপসারণ পূর্ববর্তী পর্যায় ব্যাখ্যা কর।
  12. মৌলিক ও ফলিত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
  13. ব্যক্তিত্ব পরিমাপের কোন একটি প্রক্ষেপণমূলক পদ্ধতি আলোচনা কর।
  14. মুখ্য ও গৌণ দলের পার্থক্য আলোচনা কর।
  15. যেকোনো দুটি সামাজিক প্রেষণা আলোচনা কর।
  16. সমাজ মনোবিজ্ঞানের পদ্ধতি সমূহ আলোচনা কর।
  17. মানসিক বয়স বলতে কী বুঝায়?
  18. বুদ্ধাংক ব্যাখ্যা কর।
  19. বিসৃতির কারণ গুলো আলোচনা কর।
  20. স্নায়ুরোগ কি? স্নায়ুরোগের কারণ ব্যাখ্যা কর।
  21. প্রশিক্ষণের পদ্ধতি বা কৌশলসমূহ আলোচনা কর।
  22. ক্যাটেলের সংলক্ষণ মতামত ব্যাখ্যা কর।

 

 

মনোবিজ্ঞান সাজেশন | Psychology Suggestion 2023

গ বিভাগ

  1. মনোবিজ্ঞান কি? বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ব্যাখ্যা করে।
  2. আধুনিক মনোবিজ্ঞান বলতে কি বুঝ? মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান ব্যাখ্যা কর।
  3. বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান মূল্যায়ন কর।
  4. আন্তদর্ষণ পদ্ধতি কাকে বলে? স্মৃতির উন্নতিকরনের কৌশল সমূহ আলোচনা কর।
  5. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
  6. সুবিধা ও অসুবিধাসহ পরীক্ষন পদ্ধতি ব্যাখ্যা কর।
  7. প্রত্যক্ষনের সংজ্ঞা দাও? ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলিক প্রত্যক্ষণের মধ্যে সাদৃশ্য ও বৈসদৃশ্য আলোচনা কর।
  8. পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।
  9. স্মৃতি পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা কর।
  10. সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও? সমাজ মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
  11. ফলিত মনোবিজ্ঞান কি? ফলিত মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা বা ক্ষেত্রসমূহ আলোচনা কর।
  12. প্রত্যক্ষনের সংজ্ঞা দাও? প্রত্যক্ষণ সংগঠনের উদ্দীপক উপাদান সমূহ ব্যাখ্যা কর।
  13. স্নায়ু কোষ বা নিউরন কি? নিউরনের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা কর।
  14. বিস্মৃতির সংজ্ঞা দাও? বিস্মৃতির তত্ত্বসমূহ আলোচনা কর।
  15. পরিসংখ্যানের সংজ্ঞা দাও? মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  16. স্নায়ুরোগ কি? স্নায়ুরোগের বৈশিষ্ট্য ও কারণ সমূহ আলোচনা কর।
  17. মানসিক রোগের চিকিৎসা সমূহ বিস্তারিত আলোচনা কর।
  18. শিল্প প্রশিক্ষণ বলতে কি বুঝায়? প্রশিক্ষণের উদ্দেশ্যবলি বর্ণনা কর।
  19. বয়ঃসন্ধিকাল কি? মনোভাব ও আচরণের উপর বয়ঃসন্ধির প্রভাব আলোচনা কর।

 

☞ আরো পড়ুন: অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩

 

উপসংহার : National University – ( NU ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য [ Introduction To Psychology Suggestion 2023 ] স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ হ্যান্ড নোট, বিগত সালের প্রশ্ন , বিগত সালের সাজেশন ও মূল পাঠ্য বইয়ের মধ্য থেকে কমন উপযোগী প্রশ্নসমুহ এবং বিভিন্ন নোটস থেকে সংগ্রহীত ১০০% কমন সাজেশন প্রদান করা হয়েছে।

অনার্স ১ম বর্ষ মনোবিজ্ঞান শর্ট সাজেশন [ ২০২১- ২০২২ শিক্ষাবর্ষ ] এর পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো দেয়া হয়েছে, আশা করা যায় এই স্পেশাল শর্ট সাজেশন এর মাধ্যমে আপনি ভালো ফলাফল করতে পারবেন।

 

আমাদের সাথে যুক্ত থাকুন :

Facebook Page : https://facebook.com/rvwbd/

Facebook Group : Join Now

2 comments

  1. Avatar
    e-commerce Reply

    You are actually a good webmaster. This site loading velocity is amazing.
    It sort of feels that you’re doing any unique trick.
    In addition, the contents are masterwork. you have done a magnificent process in this matter!

    Similar here: najtańszy sklep and also here: E-commerce

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *