অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩

মানবীয় ভূগোল পরিচিতি

অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩

মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ( National University – NU ) এর অন্তর্ভুক্ত ভূগোল বিভাগ এর শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩। ২০২১-২০২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য শর্ট সাজেশন যা ১০০% কমন থাকার নিশ্চয়তা দিবে। মানবীয় ভূগোল পরিচিতি বা Introduction To Human Geography অনার্স প্রথম বর্ষ সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এ সাজেশনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। বিষয় কোড : ২১৩২০৫

প্রিয় ছাত্র-ছাত্রীগণ,
যদি আপনি অনার্স প্রথম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি বিষয়ে ভালো ফলাফল করতে চান। তাহলে মুল বইয়ের বিকল্প নেই। করন শুধু বিগত সালের প্রশ্নগুলো ফলো করে পড়লে এটি সহজ পথ নয়। হয়তো বিগত সালের প্রশ্ন গুলোর মাধ্যমে আপনি কিছু ধারণা নিতে পারবেন।

তবে আপনার মূল পাঠ্য বইয়ের উপর বেশি নজর দিতে হবে। অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি বই পুরোপুরি একবার হলেও রিভিশন দিতে হবে। কারণ এতে আপনার কিছুটা হলেও প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকতে পারে। আর আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মূল বইসহ বিভিন্ন নোটস এবং সাজেশন সংগ্রহ করে সেগুলো পড়তে হবে।

Introduction To Human Geography বা মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩, যার ২০২২ শিক্ষাবর্ষ পরীক্ষার্থীরা ২০২৩ সালে অংশগ্রহণ করবে। আপনি যদি মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন অনুযায়ী পড়েন এবং পাশাপাশি বিগত সালের প্রশ্ন এবং মূল পাঠ্য বই ও নোটস এর মডেল প্রশ্ন গুলো যদি ভালোভাবে পড়েন। তাহলে আশা করা যায় অনার্স প্রথম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি ২০২৩ সালের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।

অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ অনুযায়ী যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। আশা করা যায় আপনি ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। মূলত ২০২৩ সালের পরীক্ষাটি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ছাত্র-ছাত্রীদের জন্য। বিষয় কোড : ২১৩২০৫।

আজকে আমরা আপনার জন্য অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষা যা, ২০২২ শিক্ষাবর্ষ পরীক্ষার্থীদের জন্য একটি শর্ট সাজেশন তৈরি করে দেওয়া হলো। যা ১০০% কমন করার সম্ভাবনা রয়েছে। এই সাজেশনগুলি সম্পর্কে আমি একজন বিশেষজ্ঞ নই, তবে আমি চেষ্টা করবো কিছু সাধারণ এবং ভালো পরামর্শ দিতে যার মাধ্যমে আপনি ২০২৩ সালের অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এবং আপনি অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ এর মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে মানবীয় ভূগোল পরিচিতি বা Introduction To Human Geography পড়ার জন্য প্রস্তুত হতে পারেন। ( যা ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। )

☞ আরো পড়ুন : অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২৩ [ সাজেশন ]

 

মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ [ভূগোল বিভাগ ]

নিচে আপনাকে ( National University – NU) জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস অনুযায়ী অনার্স ১ম বর্ষের মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষার ১০০% কমন সাজেশন দেয়া হল। আশা করি এ থেকে ১০০% কমন পড়ার নিশ্চয়তা দিবে। মানবীয় ভূগোল পরিস্থিতি সাজেশনটি সম্পূর্ণ হ্যান্ড রাইটিং সাজেশন। যা বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন নোটস ও বই থেকে সংগ্রহ করে কমনো উপযোগী প্রশ্নগুলোর লিস্ট দেওয়া হয়েছে।

 

বিষয় : মানবীয় ভূগোল পরিচিতি
বিষয় কোড : ২১৩২০৫
শ্রেণী : অনার্স ১ম বর্ষ ( ২০২১-২০২২ শিক্ষাবর্ষ )
পরীক্ষা : ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।

 

Introduction To Human Geography Suggestion – মানবীয় ভূগোল পরিস্থিতি সাজেশন

ক বিভাগ

মানবীয় ভূগোলের জনক কে?
উত্তর : জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র‌্যাটজেলকে মানবীয় ভূগোলের জনক বলা হয়।

মানবীয় ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর : ফরাসি ভূগোলবিদ ভিদাল দ্য লা ব্লাশকে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়।

মানবীয় ভূগোল কাকে বলে?
উত্তর : ভূগোলের যে শাখায় মানব সম্প্রদায় বা গোষ্ঠীর অবস্থান, বিন্যাস, অভিগমন, বসতি ক্রমবৃদ্ধি, জীবিকা নির্বাহের ধারা, ব্যবসায় বাণিজ্য প্রবৃত্তি বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মানবীয় ভূগোল বলা হয়।

জিওগ্রাফি – Geography শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : গ্রিক ভূগোলবিদ ইরোটাস থেনিস সর্বপ্রথম Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।

নিমিত্তিবাদে মানুষ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : নিমিত্তিবাদে মানুষ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।

ধ্রুপদী ভূগোলের সূচনা হয়েছিল কোথায়?
উত্তর : ধ্রুপদী ভূগোলের সূচনা হয়েছিল জার্মানিতে।

মানবীয় ভূগোল বিকাশে কোন বিষয়টির ব্যাপক প্রভাব রয়েছে?
উত্তর : মানবীয় ভূগোলে বিকাশের সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক প্রভাব রয়েছে।

ভূগোল শাস্ত্রে আধুনিক যুগের সূচনা হয় কখন?
উত্তর : ভূগোল শাস্ত্রে আধুনিক যুগের সূচনা হয় তখন যখন তা প্রকৃতিক ও মানবীয় শাখায় বিভক্ত হয়।

বিজ্ঞানের কোন শাখার সাথে মানবীয় ভূগোল বেশ সম্পর্কিত?
উত্তর : নৃবিজ্ঞান।

সামাজিক ভূগোল শব্দটির প্রথম আত্মপ্রকাশ করে কত সালে?
উত্তর : ১৮৪৪ সালে সামাজিক ভূগোল শব্দটি প্রথম আত্মপ্রকাশ করে।

সামাজিক ভূগোলের প্রবক্তা কে?
উত্তর : ফ্রান্সের ভূগোলবিদ এডমন্ড ডেম্যোলার সামাজিক ভূগোলের প্রবক্তা।

ওয়াটসন সংজ্ঞায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
উত্তর : ওয়াটসনের সংজ্ঞায় আঞ্চলিক ভিন্নতা বিষয়টি প্রাধান্য পেয়েছে।

“মানুষই হলো জনসংখ্যা ভূগোলের কেন্দ্রবিন্দু” এ কথা কে বলেছেন?
উত্তর : ভূগোলবিদ G. T. Trewartha ।

সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়েছিল কোন শতাব্দীতে?
উত্তর : অষ্টাদশ শতাব্দীতে সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়েছিল।

Culture শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে?
উত্তর : ল্যাটিন শব্দ ‘Colere’ থেকে Culture শব্দটির উৎপত্তি হয়েছে।

কোন বিষয় থেকে অর্থনৈতিক ভূগোল উৎপত্তি লাভ করেছেন?
উত্তর : মানবীয় ভূগোল থেকে অর্থনৈতিক ভূগোল উৎপত্তি লাভ করেছে।

কোন শব্দ থেকে “Urban” শব্দটি উৎপত্তি হয়েছে?
উত্তর : ল্যাটিন শব্দ ‘Urbanas’ থেকে “Urban” শব্দটি উৎপত্তি হয়েছে।

বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় প্রধান গুলোর নাম লিখ?
উত্তর : বায়ুমন্ডলের প্রধান প্রধান গ্যাসীয় প্রধান গুলো হলো : নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন , হিলিয়াম, কার্বন-ডাই-অক্সাইড, নিয়ন, মিথেন, হাইড্রোজেন , ওজন ইত্যাদি।

ইতিহাস শাস্ত্রের জনক কে?
উত্তর : ইতিহাস শাস্ত্রের জনক হেরোডোটাস।

জাতিতত্ব শাস্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তর : জাতিতত্ব শাস্ত্রের জনক হেরোডোটাসকে বলা হয়।

Gesperiodos বা পৃথিবীর বর্ণনা বইটি কার লেখা?
উত্তর : Gesperiodos বা পৃথিবীর বর্ণনা বইটি গ্রিক পন্ডিত হেক্যাটিয়াস এর লেখা।

পরমকারণবাদ কি?
উত্তর : এই উদ্দেশ্য বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন যিনি তার মনে সিজনের উদ্দেশ্য সম্পর্কে পরিকল্পিত চিত্র আগে থেকে ছিল। পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়ক আদর্শ অবস্থায় পৌঁছাবে শেষ পর্যন্ত। দার্শনিকরা এই বক্তব্যকে পরমকারণবাদ বলে।

গ্রিক যুগের অন্যতম প্রধান পন্ডিত কে ছিলেন?
উত্তর : গ্রিক যুগের অন্যতম প্রধান গ্রিক পন্ডিত ছিলেন হিপোক্রেটাস

“মানুষ প্রকৃতির সৃষ্টি” এই ধারণা কোন সময়ের?
উত্তর : “মানুষ প্রকৃতির সৃষ্টি” এই ধারণা প্রাক- বনিয়াদি ও বনিয়াদি সময়ের।

আঞ্চলিক ভূগোলের আলোচনা করেন কে?
উত্তর : কার্ল রিটার আঞ্চলিক ভূগোলের আলোচনা করেন।

ভূমিরূপ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মেরুক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা পেশেল।

কোন সময় থেকে মানবীয় ভূগোলের সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে?
উত্তর : ১৯৭০ দশক থেকে মানবীয় ভূগোলের সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে।

“বৈজ্ঞানিক নিমিত্তিবাদের” পথিকৃত কে?
উত্তর : এলসওয়ার্থ হান্টিংটন বৈজ্ঞানিক নিমিত্তিবাদের পথিকৃত।

মানুষ ও পরিবেশের সম্পর্ক কেমন?
উত্তর : মানুষ ও পরিবেশের সম্পর্ক দ্বি-পক্ষিক।

রীতিবদ্ধ ভূগোলের মূল শাখা দুইটির নাম লেখ?
উত্তর : রীতিবদ্ধ ভূগোলের মূল দুটি শাখা হলো : প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল।

নিয়ন্ত্রণবাদের মূল প্রবক্তা কে কে?
উত্তর : নিয়ন্ত্রণবাদের মূল প্রবক্ত হলেন এলেন চার্চিল
সেম্পেল , এলসওয়ার্থ হান্টিংটন ও এডমন্ড ডেমোলা।

মানুষ ও পরিবেশ দৃষ্টিভঙ্গিতে কোন দ্বৈত্ববাদের সৃষ্টি হয়?
উত্তর : মানুষ ও পরিবেশ দৃষ্টিভঙ্গিতে নিমত্তিবাদ ও সম্ভাবনাবাদের সৃষ্টি হয়।

অঞ্চল সমীক্ষার প্রকৃত জন্মদাতা কে?
উত্তর : অঞ্চল সমীক্ষার প্রকৃত জন্মদাতা হলেন ফরাসি ভূগোলবিদ ভিদাল দ্য লা ব্লাশ।

সর্বপ্রথম অঞ্চল সমীক্ষা শুরু হয় কোথায় এবং কত খ্রিস্টাব্দে?
উত্তর : সর্বপ্রথম অঞ্চল সমীক্ষা শুরু হয় উত্তর পশ্চিম ইউরোপে ১৭৫০ সালের পর থেকে।

অঞ্চল কি?
উত্তর : অঞ্চল হলো পৃথক এলাকা যার মাধ্যমে এক ধরনের সমরূপতা থাকে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে পৃথক ও স্বতন্ত্র।

রীতিসিদ্ধ বা আনুষ্ঠানিক অঞ্চল কি?
উত্তর : রীতিশিদ্ধ বা আনুষ্ঠানিক অঞ্চল হলো এমন একটি ভৌগলিক অঞ্চল বা একটি নির্দিষ্ট বিষয় সমসত্ত্ব হবে।

ইকোলজি – Ecology এর আভিধানিক অর্থ কি?
উত্তর : ইকোলজি – Ecology এর আভিধানিক অর্থসংস্থান বা বাস্তুবিদ্যা।

“Geography As Human Ecology” গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : “Geography As Human Ecology” গ্রন্থের রচিয়তা ভূগোলবিদ আয়ার ও জোনস।

প্রত্যক্ষবাদ কি?
উত্তর : মানবীয় ভূগোল।

সম্ভাবনাবাদ ধারণার সমৃদ্ধ করেন কে?
উত্তর : ফরাসি ঐতিহাসিক ফেরর।

ড্রায়োপিথেকাস দেখতে কেমন ছিল?
উত্তর : নামক নরাকার এপটি জঙ্গলবাসী শিম্পাঞ্জি ও গেরিলা সাদৃশ্য ছিল।

এস্কিমোদের বসতি কোথায় দেখা যায়?
উত্তর : উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়া।

CBR এর পূর্ণরূপ কি?
উত্তর : Crude Birth Rate

শূন্য জনসংখ্যা কি?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি হীনতাকে শূন্য জনসংখ্যা বলে।

অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে?
উত্তর : উৎপাদন, ভোগ ও বন্টন জনিত কর্মকান্ডকে অর্থনৈতিক কর্মকান্ড বলে।

চতুর্থ পর্যায়ের দুটি অর্থনৈতিক কর্মকান্ডের নাম লেখ?
উত্তর : ডাক্তারি, প্রশাসনিক সেবা।

উদ্যান কৃষি কোন ধরনের অর্থনৈতিক কর্মকান্ড?
উত্তর : প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড।

ASEAN কী?
উত্তর : ASEAN হল Association Of South East Asian Nations বা দক্ষিণপূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা।

উত্তমাশা আন্তরিপ কি নামে অভিহিত?
উত্তর : উত্তমাশা আন্তরিপ ক্যাপপ্রুত নামে অভিহিত।

বাংলাদেশের দুটি প্রধান নদী বন্দরের নাম লেখ?
উত্তর : ঢাকা সদরঘাট ও গোয়ালন্দ।

সুয়েজ খাল কোথায়?
উত্তর : আফ্রিকা মহাদেশের মিশরে।

মেগাসিটি কি?
উত্তর : নির্দিষ্ট প্রশাসনিক সীমানা ও নিজস্ব আইনগত সত্তা রয়েছে এসব একাধিক স্বাধীননগর এলাকা নিয়ে রোগ গঠিত ১০ মিলিয়ন বা তার অধিক সংখ্যক জনপুঞ্জকে মেগাসিটি বলা হয়।

রৈখিক গ্রাম কি?
উত্তর : একটি বসতির ক্ষুদ্ররুপ হচ্ছে রৈখিক গ্রাম।

কোন ল্যাটিন শব্দ থেকে Society শব্দটি এসেছে?
উত্তর : ল্যাটিন শব্দ Socius থেকে Society শব্দটি এসেছে।

দাস প্রথা কি ও কত প্রকার?
উত্তর : দাস প্রথা হচ্ছে শোষণের প্রথম রূপ। দাসপ্রথা দুই প্রকার যথা : দাস মালিক ও দাস।

সাংস্কৃতিক বিলম্ব বা Cultural Lag শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সমাজবিজ্ঞানী William Ogburn ১৯২২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সাংস্কৃতি বিলম্ব বা Cultural Lag শব্দটি ব্যবহার করেন।

সাংস্কৃতিক উৎসস্থল কথাটি প্রথম প্রয়োগ করেন কে?
উত্তর : সাংস্কৃতিক উৎসস্থল কথাটি প্রথম প্রয়োগ করেন কার্ল সাওয়ার।

 

অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ( শিক্ষাবর্ষ ২০২২)

খ বিভাগ
  1. মানবীয় ভূগোল কাকে বলে? এর ধারণা সমূহ উল্লেখ কর।
  2. মানবীয় ভূগোলের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
  3. মানবীয় ভূগোলের অবস্থানের ধারণা ও অঞ্চলের ধারণা ব্যাখ্যা কর।
  4. মানবীয় ভূগোলের শাখাসমূহ সংক্ষেপে আলোচনা কর।
  5. সাংস্কৃতিক ভূগোল সম্পর্কে সংক্ষেপে লেখ।
  6. মানবীয় ভূগোলের ক্রম বিকাশে প্রাচীন যুগের যেকোনো দুজন ভূগোলবিদের অবদান সংক্ষেপে আলোচনা কর।
  7. মানবীয় ভূগোলের কোন বিকাশে টলেমির অবদান মূল্যায়ন কর।
  8. মধ্যযুগে মানবীয় ভূগোল বিকাশে তিনজন মুসলিম ভূগোলবিদের অবদান সংক্ষেপে আলোচনা কর।
  9. আধুনিক যুগে মানবীয় ভূগোলে অবদানকারী তিনজন ভূগোলবিদের ধারণা সম্পর্কে আলোচনা কর।
  10. মানবের ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি সমূহ উল্লেখ কর।
  11. পরিবেশিক নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
  12. সম্ভাবনাবাদ ধারণাটি ব্যাখ্যা কর।
  13. নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
  14. নবনিয়ন্ত্রণবাদ, অভিজ্ঞতাবাদ ও প্রত্যক্ষবাদ কি?
  15. জাভা ও পিংকি মানবের পার্থক্য লেখ।
  16. ক্রোমগণন মানুষের বৈশিষ্ট্য লিখ।
  17. পৃথিবীতে মানব পরিবাপনের সহায়ক নিয়মকগুলো তুলে ধর।
  18. রমাপিথেকাস মানব সম্পর্কে আলোচনা কর।
  19. জন্মশীলতা বা প্রজননশীলতার পরিমাপের বিভিন্ন পদ্ধতি সমূহের নাম লিখ।
  20. নবায়নযোগ্য ও অনাবায়নযোগ্য সম্পদের পার্থক্য লিখ।
  21. অর্থনৈতিক কর্মকান্ডের নিয়ামকসমূহ উল্লেখ কর।
  22. অর্থনৈতিক ক্রিয়া কালারের সংজ্ঞা দাও? শ্রেণীর বিভাগ সহ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের বর্ণনা দাও।
  23. আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ ।
  24. গ্রামীণ বসতি বা জনপদের বৈশিষ্ট্য উল্লেখ কর।
  25. গ্রামীণ ও শহরে বসতির কাঠামোগত পার্থক্য উল্লেখ কর।
  26. সমাজের প্রকারভেদ উল্লেখ কর।
  27. সংস্কৃতির উপাদান সমূহ উল্লেখ কর বা আলোচনা কর।

 

অনার্স প্রথম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩

গ বিভাগ
  1. মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও? মানবীয় ভূগোলের বিষয় বা পরিধি বর্ণনা কর।
    অথবা, মানবের ভূগোলের বিষয়বস্তু আলোচনা কর।
  2. মানবীয় ভূগোল বলতে কী বুঝ? পরিবেশের সাথে মাননীয় ভূগোলের বিষয়বস্তু ও পরিধি সম্পর্ক আলোচনা কর।
  3. মানবীয় ভূগোলের উপাদানসমূহ বর্ণনা কর।
  4. মানবীয় পরিবেশ সংজ্ঞা দাও। মাননীয় পরিবেশ নিয়ন্ত্রণকারী নিয়মকগুলো বিবরণ দাও।
  5. মানবীয় ভূগোলের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা কর।
  6. আধুনিক বা ধ্রুবদি যুগের ভূগোলবিদ ফ্রেডরিক র‌্যাটজেল এর মানবীয় ভূগোলের অবদান সম্পর্কে আলোচনা কর
  7. প্রাচীন বনিয়াদি যুগের মানবীয় ভূগোলের কর্ম বিকাশ আলোচনা কর।
  8. মধ্যযুগে মানবীয় ভূগোলের ঐতিহাসিক কর্ম বিকাশ আলোচনা কর।
  9. গ্রিক ও রোমান যুগের মানবীয় ভূগোলবিদের অবদান আলোচনা কর।
  10. পরিবেশিক নিমিত্তিবাদ কি? মানুষ ও পরিবেশ নীতিবাদের ধারণা ব্যাখ্যা কর।
  11. মানুষ পরিবেশ মানবের ভূগোল পাঠের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
  12. মানব জাতির বিবর্তন ও ক্রমবিকাশা আলোচনা কর।
  13. জনসংখ্যা কাঠামো কাকে বলে? জনসংখ্যা গঠন সম্পর্কিত তথ্যসমূহ আলোচনা কর।
  14. পৃথিবীর জনসংখ্যা বন্টন আলোচনা কর।
  15. অভিগমন কি? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিগমন এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
  16. বাংলাদেশী গ্রাম থেকে শহরে অভিগমেনের কারণ গুলো আলোচনা কর।
  17. পোতাশ্রয় কাকে বলে? পোতাশ্রয়ের শ্রেণীবিভাগ কর এবং একটি আদর্শ পোতাশ্রয়ের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর।
  18. সমুদ্রপথ কাকে বলে? উত্তর আটলান্টিক সমুদ্রপথের বিবরণ দাও।
  19. বসতি কাকে বলে? বসতি গড়ে ওঠার কারণসমূহ আলোচনা কর।
  20. বিভিন্ন গুচ্ছ বসতির বর্ণনা দাও।
    অথবা, গোষ্ঠীবদ্য বসতির শ্রেণীবিভাগ আলোচনা কর।
    অথবা, সঙ্গবন্ধ বসতির শ্রেণীবিভাগের সম্পর্কে আলোচনা কর।
  21. সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর বর্ণনা করো।
  22. সামাজিক স্তরবিন্যাসের কারণগুলো লিখ। বাংলাদেশ সহ সমাজের স্থার বিন্যাস আলোচনা কর।
    অথবা, সামাজিক স্তরবিন্যাসের কারণ উল্লেখপূর্বক বাংলাদেশের নগর (ঢাকা) সমাজের স্তরবিন্যাস আলোচনা কর।

 

☞ আরো পড়ুন : অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩

 

উপসংহার : National University – NU জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ হ্যান্ড নোট, বিগত সালের প্রশ্ন , বিগত সালের সাজেশন ও মূল পাঠ্য বইয়ের কমনো উপযোগী প্রশ্ন এবং বিভিন্ন নোটস থেকে সংগ্রহীত ১০০% কমন সাজেশন প্রদান করা হয়েছে। যা অনার্স ১ম বর্ষ মানবীয় ভূগোল পরিচিতি সাজেশন ২০২৩ সালের ভূগোল বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য ১০০% কমন উপযোগী।

আশা করা যায় এই সাজেশন থেকে ১০০% কমন থাকার সম্ভাবনা থাকবে। এই সাজেশনটি ফলো করার পাশাপাশি আপনার Introduction To Human Geography বা মানবীয় ভূগোল পরিচিতি বই ও নোটগুলোর বিগত সালের সকল বোর্ড প্রশ্ন ও মূল বইয়ের রিভিশন দিতে হবে। তাহলে আপনি ২০২১- ২০২২ শিক্ষাবর্ষ যা ২০২৩ সালের পরীক্ষা হবে, এই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ।

 

আমাদের সাথে যুক্ত থাকুন:

Facebook  Page : https://facebook.com/rvwbd/

Facebook Group : Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *