অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ( National University – NU ) এর অন্তর্ভুক্ত সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩। ২০২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য শর্ট সাজেশন যা ১০০% কমন থাকার নিশ্চয়তা দিবে। Introduction To Political Theory বা রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অনার্স ১ম বর্ষ সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
আপনার জন্য অনার্স ১ম বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষা যা, ২০২২ শিক্ষাবর্ষ পরীক্ষার্থীদের জন্য একটি শর্ট সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই সাজেশনগুলি সম্পর্কে আমি একজন বিশেষজ্ঞ নই, তবে আমি চেষ্টা করবো কিছু সাধারণ এবং কার্যকরী পরামর্শ দিতে। যাতে আপনি ২০২৩ সালের পরীক্ষার রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশনগুলির মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি পড়ার জন্য প্রস্তুত হতে পারেন। ( ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। )
প্রথমেই, আপনাকে [ Introduction To Political Theory ] রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বই এবং এর নোটসমূহের বিগত সালের সাজেশন বা প্রশ্ন অনুশীলন করতে হবে এবং মুল বইয়ের অধ্যায়ের প্রশ্নগুলি পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্নপত্রগুলি পড়তে হবে। বিগত সালের প্রশ্নপত্রগুলির মাধ্যমে আপনি পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ এবং মানসিকতা সম্পর্কে ধারণা পাবেন। এটি আপনাকে ২০২৩ সালের পরীক্ষারঅনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে সাহায্য করবে।
☞ আরো শিক্ষা বিষয় পোস্ট পড়ুন: এখানে
এছাড়াও, Introduction To Political Theory এর বিগত সালের প্রশ্ন এবং সাজেশনগুলি পর্যালোচনা করে আপনি অনার্স ১ম বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ এর মৌলিক ধারণা এবং প্রশ্ন সম্পর্কে বুঝতে পারবেন। অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ১০০% কমন সাজেশন প্রদান করা হলো:
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ( ২০২২ শিক্ষাবর্ষ)
নিচে Honours 1st Year Introduction To Political Theory Suggetion 2023 | অনার্স ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ দেয়া হলো। আশা করা যায় এই সাজেশন থেকে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – বিষয় কোড : ২১১৯০৯ এর কমন থাকবে। নিচে বিস্তারিত দেয়া হলো:
বিষয় : রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | Introduction To Political Theory
বিষয় কোড : ২১১৯০৯
শ্রেণী : অনার্স ১ম বর্ষ ( ২০২২ শিক্ষাবর্ষ )
পরীক্ষা : ২০২৩ সালে অনুষ্ঠিত হবে
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন|Introduction To Political Theory
ক বিভাগ
“রাষ্ট্র” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ম্যাকিয়াভেলি।
অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর : অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হল – আইন।
আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু
এরিস্টটলের মধ্যে উত্তম সরকার কোনটি?
উত্তর : পলিটি বা মধ্যতন্ত্র
“Polis” শব্দের অর্থ কি?
উত্তর : “Polis” শব্দের অর্থ City State বা নগর রাষ্ট্র
“Political Parties” গ্রন্থটির লেখক কে?
উত্তর : “Political Parties” গ্রন্থটির লেখক রবার্ট মিশেলস।
আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উত্তর : রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ
“Virtue Is The Knowledge” – উক্তিটি কার?
উত্তর : “Virtue Is The Knowledge” উক্তিটি সক্রেটিসের।
“The Laviathan” গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর : “The Laviathan” গ্রন্থটির রচিয়তা টমাস হবস।
“গৌরবময় বিপ্লব” হয়েছিল?
উত্তর : ১৬৮৮ সালে “গৌরবময় বিপ্লব” হয়েছিল।
“The Prince” গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : “The Prince” গ্রন্থটি ম্যাকিয়াভেলি লিখেছেন।
এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তর : এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম The Politics.
“Constitution Is The Way Of Life The State Has Chosen For Itself” -উক্তিটি কার?
উত্তর : “Constitution Is The Way Of Life The State Has Chosen For Itself” -উক্তিটি Aristotle এর।
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়।
আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর :রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।
সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর : সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
ম্যাকিয়াভেলি পেশায় কি ছিলেন?
উত্তর : ম্যাকিয়াভেলি পেশায় ছিলেন কূটনৈতিক ও রাষ্ট্রদূত।
“Man Is The By Nature A Social And Political Animal” – উক্তিটি কার?
উত্তর : “Man Is The By Nature A Social And Political Animal” – উক্তিটি এরিস্টটলের।
রাষ্ট্র শব্দটির প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ম্যাকিয়াভেলি।
নারীর ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়?
উত্তর : নিউজিল্যান্ড।
“Demos” শব্দের অর্থ কি?
উত্তর : জনগণ।
“Man Is Born Free But Everywhere He Is In Chain” – উক্তিটি কার?
উত্তর : জঁ-জাক রুশো।
সরকারের অঙ্গ কয়টি?
উত্তর : সরকারের রঙ্গ তিনটি। যথা: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ।
সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ?
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম হল – বাংলাদেশ ও ভারত।
রাষ্ট্রদর্শন কাকে বলে?
উত্তর : যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রাপ্ত সমস্যাধীর সঠিক সমাধান দিতে সমর্থ্য হয় তাকে রাষ্ট্র দর্শন বলে।
রাষ্ট্র কি “বিজ্ঞান” না “কলা”?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞান এরিস্টটলের মতে ‘বিজ্ঞান’ আর বাকলের মতে ‘কলা’।
সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তর : হবস্, লক ও রুশো।
আইনের উৎস কয়টি?
উত্তর : আইনের উৎস ৬ টি।
আইনের অনুশাসন তত্ত্বটি কার?
উত্তর : এ. ভি ডাইসি
সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : প্রাচীন যুগের দার্শনিক ছিলেন
“The Republic ” গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : গ্রীক দার্শনিক প্লেটো।
লাইসিয়াম কি?
উত্তর : লাইসিয়াম হল এরিস্টটল কর্তৃক স্থাপিত দর্শন চর্চার কেন্দ্র।
কাকে “নব্য অ্যারিস্টোটল” বলা হয়?
উত্তর : সেন্ট টমাস একুইনাসকে নব্য এরিস্টটল বলা হয়।
☞ অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২৩ [ সাজেশন ]
অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩
খ বিভাগ
- রাষ্ট্রের উপদানগুলো আলোচনা কর।
অথবা, রাষ্ট্রের ৪টি গুরুত্বপূর্ণ উপাদান বর্ণনা কর। - রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দেখাও।
- কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
অথবা, কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর। - উত্তম সংবিধান বলতে কি বুঝ।
- যুক্তরাষ্ট্রীয় সরকারের সম্প্রতি প্রবণতা আলোচনা কর।
- রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
- সার্বভৌম উত্তর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
- জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা কর।
- উগ্র জাতীয়তাবাদ বলতে কি বুঝ?
- জাতীয় ও জাতীয়তা কি
- আমলাতন্ত্রের ত্রুটি গুলো কি কি।
- প্যারেটর এলিট তত্ত্ব বর্ণনা কর।
- রাজনৈতিক সাংস্কৃতির উপাদান গুলো আলোচনা কর।
- প্লেটোর ন্যায়তত্ত্ব কি?
- প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী উল্লেখ করো।
অথবা, প্লেটোর মতে দার্শনিক রাজার কি কি গুণাবলী থাকা প্রয়োজন। - এরিস্টটলের নাগরিকত্ব তত্ত্বটি কি?
- দাস প্রথার পক্ষের ইস্টরলের যুক্তি গুলো কি কি।
অথবা, দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের অভিমত আলোচনা ক। - এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা কর।
- মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
- একুইনাসের মতের ‘শ্বাশ্বত আইন’ কি?
- ম্যাকিয়াভেলিবাদ কি বা কাকে বলে?
- ম্যাকিয়াভেলির মতে শাসকের কি কি গুনাবলী অবশ্যই থাকা দরকার।
- ম্যাকিয়াভেলি বর্ণিত “নৈতিকতার দ্বৈত মানদণ্ড” কি?
- মানব প্রকৃতি ও প্রকৃতি রাজ্য সম্পর্কের টমাস হবসের ধারণা আলোচনা কর ।
- প্রাকৃতিক রাজ্য সম্পর্কে জনলোকের ধারণা ব্যক্ত কর বা আলোচনা কর।
- জন লোককে আধুনিক গণতন্ত্রের জনক বলার কারণ উল্লেখ কর।
- জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা কর।
- রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য কি?
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ | অনার্স ১ম বর্ষ
গ বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্র বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর
- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতামতটি বিশেষণ ক।
- ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রের জনক বলা হয় কে? আলোচনা কর।
- ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর।
- রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা কর।
- “প্রত্যেক রাষ্ট্রই এর প্রদত্ত অধিকারের দ্বারা পরিচালিত লাভ করে” উক্তিটি ব্যাখ্যা কর।
- আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী আলোচনা কর।
- বর্তমানে সকল রাষ্ট্রের আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে আলোচনা কর।
- বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়?
- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতামতটি বিশ্লেষণ কর।
অথবা , রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ আলোচনা কর। - আইন বলতে কি বুঝ ? আইনের উৎস সমূহ আলোচনা কর।
- স্বাধীনতা কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষাকবচসমুহ আলোচনা কর।
- জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকদের পরিপন্থী, যুক্তি দেখাও ।
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলী আলোচনা কর।
- নির্বাচক মন্ডলী বলতে কি বুঝ? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা কর।
- প্লেটোর ন্যায়ধর্ম তত্ত্বটি আলোচনা কর।
অথবা, প্লেটোর “ন্যায়বিচার তত্ত্বটি” আলোচনা কর। - রাষ্ট্র চিন্ত্যায় এরিস্টটলের অবদান আলোচনা কর বা মূল্যায়ন কর।
- এলেস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিরোধের উপায় সমূহ আলোচনা কর।
- সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
- সেন্ট টমাস একুইনাসের আইন তথ্যটি বর্ণনা কর।
অথবা, একুইনাসের আইনের প্রকারভেদ আলোচনা কর। - রাষ্ট্রদর্শনের জন লকের অবদান আলোচনা কর।
- জন লোককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
- রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা কর বা ব্যাখ্যা কর।
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
- আমলাতন্ত্রের বৈশিষ্ট আলোচনা কর।
- রিপাবলিকে বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উপসংহার : উপরে উল্লেখিত অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষার ( ২০২২ শিক্ষাবর্ষ ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ( National University – NU ) এর সকল বিভাগের জন্য প্রযোজ্য। ২০২২ শিক্ষাবর্ষ এর পরীক্ষা ২০২৩ সালে অনুষ্ঠিত হবে, উল্লেখিত Introduction To Political Theory – রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২৩ সালের পরীক্ষার জন্য নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা। Honours 1st Year Introduction To Political Theory Suggetion 2023 সম্পুর্ন হ্যান্ড নোট থেকে নেয়া। যা ১০০% কমন থাকার সম্ভাবনা আছে।
Leave a Reply