অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩ [ সকল বিভাগ ]
আজকের পোস্টে আমরা আলোচনা করবো, ২০২০-২১ শিক্ষাবর্ষের ২০২২ সালের পরীক্ষার অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩। যা অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় ( National University – NU) কতৃক ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে। তাই সকল বিভাগের জন্য রাজনৈতিক সংগঠন শর্ট সাজেশন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বা Political Organisation And Political System Of UK And USA মুল বইয়ের নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে।
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বি.এ / বি.এস.সি ( অনার্স ) কোর্সের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, ইসলামিক স্টাডিজ, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্র-ছাত্রীদের জন্য রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বইটি প্রযোজ্য। উল্লেখিত সকল বিভাগ এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২২ সালের নতুন সিলেবাস অনুযায়ী অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন শর্ট সাজেশন ২০২৩ তৈরি করা হয়েছে। যা ১০০% কমন উপযোগী।
আজকের পোস্টে অনার্স দ্বিতীয় বর্ষের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য একটি হ্যান্ড নোট আকারে সাজেশন তৈরি করা হয়েছে। এটি মূলত ২০২২ সালের নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে ২০২৩-২৪। অনার্স দ্বিতীয় বর্ষের ( আনুষঙ্গি কোর্স নন-মেজর ) রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ ১০০% কমন উপযোগী যা সরাসরি হ্যান্ড নোট থেকে ব্যাপক পয়েন্ট সহকারে বিগত সালের প্রশ্নসহ সংগ্রহ করা হয়েছে । Political Organisation And Political System Of UK And USA বা রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বই। বিষয় কোডঃ ২২১৯০৯।
নিচে উল্লেখিত ২০২২ সালের নতুন সিলেবাস অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন ২০২৩ – রাজনৈতিক সংগঠন বইয়ের মূল আলোচ্য বিষয় গুলো হলো : সংবিধান, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের অঙ্গ সমূহ, রাজনৈতিক আচরণ, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা এ সকল বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ বা অনার্স দ্বিতীয় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩।
মূলত এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে সাজেশন দেয়া হয়েছে। যারা ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী এবং ২০২৩-২৪ এর পরীক্ষা দিবেন তাদের জন্য এই অনার্স দ্বিতীয় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩ তৈরি করা হয়েছে।
অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষার জন্য Organisation & Political System Of UK & USA বা রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩। অথবা অনার্স দ্বিতীয় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এর মূল বাছাইকৃত প্রশ্ন এবং হ্যান্ড নোট থেকে সংগ্রহীত এবং বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে সাজেশনটি তৈরি করা হয়েছে। যা ২০২২ সালের শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনার্স দ্বিতীয় বর্ষ ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষা ২০২৩-২৪ সালে হবে।
বিষয় : রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
বিষয় কোড : ২২১৯০৯
শ্রেণী : অনার্স ২য় বর্ষ ( ২০২২ সালের পরীক্ষা )
পরীক্ষা : ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে।
অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন শর্ট সাজেশন ২০২৩
ক বিভাগ
রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
কবে, কে সার্বভৌমত্বের ধারণা দেন?
উত্তর : ১৭৭৫ খ্রিস্টাব্দে, জ্যাঁ বোঁদা।
আইন কোন শব্দ?
উত্তর: আইন ফার্সি শব্দ।
Law উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: Law উৎপত্তি হয়েছে Tutonic এবং Lag শব্দ থেকে।
সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
উত্তর: সংশোধন পদ্ধতি দুই প্রকার, যথা : সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোনটি?
উত্তর: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ইংল্যান্ডের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
এরিস্টটল এর মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর: পলিটি বা মধ্যতন্ত্র।
Veto কী?
উত্তর: ভেটো – Veto অর্থ হলো ‘আমি ইহা মানি না’। অর্থাৎ Veto – ভেটো হলো আইনসভার কোনো বিল বা প্রস্তাবকে রহিত করার পদ্ধতি।
গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার -উক্তিটি কার?
উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এর।।
আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
উত্তর: আধুনিক গণতন্ত্রের জনক হলো জন লক।
সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
গ্রিক শব্দ ” Demos “এর অর্থ কি?
উত্তর: গ্রিক শব্দ ” Demos “এর অর্থ জনগণ।
” The Strength Of The Law ” -গ্রন্থটি কার লেখা?
উত্তর: মন্টেস্কুর লেখা।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুইজন প্রবক্তার নাম লিখ।
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুইজন প্রবক্তার নাম হল মন্টেস্কু ও ব্লাকটোন ।
সরকারের অঙ্গ কতটি এবং কি কি?
উত্তর : সরকারের অঙ্গ তিনটি। যথা : আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ।
বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর : বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
” Electorate Is The Main Basis Of Representative Democracy ” – উক্তিটি কার?
উত্তর : ” Electorate Is The Main Basis Of Representative Democracy ” – উক্তিটি হলো : Prof. Willoughby.
” The Voice Of God ” – কী? এবং কে বলেছেন?
উত্তর : The Voice Of People Is The Voice Of God অর্থাৎ, জনগণের মতামতকে ” The Voice Of God ” বলা হয়। উক্তিটি বলেছেন জ্যা জ্যাকে ক্রুশ।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর : চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ Pressure Group.
নির্বাচন পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তর : নির্বাচন পদ্ধতি দুইটি। যথা : প্রত্যক্ষ ও পরোক্ষ।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
উত্তর : শ্রমিক সংঘ, ব্যবসায়ী সমিতি।
ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ফ্যাসিবাদের জনক মুসোলিনি।
নাৎসিবাদের জনক কে?
উত্তর : নাৎসিবাদের জনক হল অ্যাডলফ হিটলার।
ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের।
উত্তর : দ্বিদলীয়।
ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
উত্তর : ব্রিটেনের সাংবিধানিক নাম হল ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড।
ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়।
১৬৮৮ সালে ইংল্যান্ড কোন বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৬৮৮ সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়।
ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর : ঋষি সোনাক।
ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত বিবেককে স্বাক্ষর করেন?
উত্তর : রাজা বা রানী।
ক্যাবিনেট শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : CABAL শব্দ থেকে।
ব্রিটিশ আইনসভার কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর : দ্বি-করঙ্গবিশিষ্ট।
বর্তমানে কমন্সসভার স্বাভাবিক কার্যকাল কত?
উত্তর : বর্তমানে কমনসভার স্বাভাবিক কার্যকাল পাঁচ বছর।
বৃটেনের কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬৫০ জন।
লর্ডসভার সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ডসভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
উত্তর : যুক্তরাজ্যের সরকার প্রধান প্রধানমন্ত্রী।
ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর : লর্ড সভা।
কবে ইকোলজি পার্টির নাম গ্রীন পার্টি রাখা হয়?
উত্তর : ১৯৮৫ সালে।
কবে হুইগ ও টোরি দলের নাম পরিবর্তিত হয়?
উত্তর : ১৮৩২ সালে একটি সংস্কার আইনের মাধ্যমে হুইগ ও টোরি দলের নাম পরিবর্তিত হয়।
কাকে আমেরিকার জনক বলা হয়?
উত্তর : কলম্বাস কে আমেরিকার জনক বলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়টি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র ৫০টি।
মার্কিন সংবিধান কবে গৃহীত ও অনুমোদিত হয়?
উত্তর : ১৭৮৭ সালে।
মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় রাশিয়া ক্ষমতার উৎস কোনটি?
উত্তর : সংবিধান।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল ৪ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট ক্ষমতা কে প্রয়োগ করেন?
উত্তর : রাষ্ট্রপতি।
মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা কর্তৃক বিশেষ পদ্ধতি অনুসারে পরোক্ষভাবে নির্বাচিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
উত্তর : মার্কিন উপ-রাষ্ট্রপতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার নাম কংগ্রেস।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
উত্তর : প্রতিনিধি সভা।
মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর : ৬ বছরের জন্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রথম কক্ষের নাম কি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রথম কক্ষের নাম House Of Representative.
মার্কিন কংগ্রেস আপিল আদালত গঠন করে কবে?
উত্তর : ১৮৯১ সালে আপিল আদালত গঠন করে।
সমগ্র যুক্তরাষ্ট্রে কয়টি জেলা আদালত আছে?
উত্তর : সমগ্র যুক্তরাষ্ট্রে ৯১ টি জেলা আদালত আছে।
কবে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার ব্যবহৃত হচ্ছে?
উত্তর : ১৮০৩ সাল থেকে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি থাকেন?
উত্তর : ৯ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি।
পূর্বে মার্কিন নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : পূর্বে মার্কিন নির্বাচক সংস্থা সদস্য সংখ্যা ছিল ৫৩৫ জন।
জর্জ ওয়াশিংটন কার্যকালের দ্বিতীয় পর্যায়ের মার্কিন যুক্তরাষ্ট্রের কয়টি রাজনৈতিক দলের উদ্ভব হয়?
উত্তর : জর্জ ওয়াশিংটনের কার্যকালের দ্বিতীয় পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২ টি রাজনৈতিক দল উদ্ভব হয়।
২০২২ সালের অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩
খ বিভাগ
- সংবিধান বলতে কি বুঝ?
অথবা, সংবিধানের সংজ্ঞা দাও। - রাষ্ট্রের উপাদান সমূহ আলোচনা কর।
- এরিস্টটল কিভাবে সরকার শ্রেণীবিভাগ করেছেন?
- ছায়া সরকার কি?
- “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব ,নয় বঞ্চনীয় নয়” ব্যাখ্যা কর।
- বাংলাদেশে আইন সভার কয়টি কক্ষ আছে?
- আইনসভার ক্ষমতার আসের কারণসমূহ আলোচনা কর।
- বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
- নির্বাচক মন্ডলী কারা?
- রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
- গণতন্ত্রের জনমতের গুরুত্ব আলোচনা কর।
- জনমত পরিমাপের পদ্ধতি কি কি?
- ব্রিটেনের সংবিধানের উৎস গুলো কি কি?
- ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
- প্রজাতন্ত্রী কি?
- রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ?
- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝ?
- যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা কর।
- ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার গঠন সম্পর্কে সংক্ষেপে লিখ?
- ক্যাবিনেট বলতে কি বুঝ?
- ক্যাবিনেটের নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব উল্লেখ কর।
- ব্রিটেনের বিরোধী দলকে মহারানীে বিকল্প সরকার বলার কারণ আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য গুলো কি?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখ। - মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির গুরুত্ব ব্যাখ্যা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
- Electoral College বলতে কি বুঝ?
- মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কি কি?
- মার্কিন প্রতিনিধি সভার গঠন আলোচনা কর।
- মার্কিন সিনেটের শক্তিশালী হওয়ার কারণ কি?
- ” মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ ” – বলার কারণনমুহ আলোচনা কর।
- মার্কিন কংগ্রেসের কমিটিগুলোর বর্ণনা দাও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতার উৎস সমূহ আলোচনা কর।
- মার্কিন সুপ্রিম কোর্টের গঠন আলোচনা কর।
- মার্কিন শাসন ব্যবস্থার সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রে ” Spoil System ” কী?
২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩
গ বিভাগ
- আইন বলতে কি বুঝ? আইনের উৎস গুলো আলোচনা কর।
- লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, লিখিত ও অলিখিত সংবিধানের তুলনামূলক আলোচনা কর। - সংসদীয় সরকার বলতে কি বুঝ? সংসদীয় সরকারের কতিপয় বৈশিষ্ট্য লিখ।
- রাষ্ট্রপতি শাসিত সরকার কি? রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।
- যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝ? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
- গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণত্রন্ত্রের সফলতার শর্তগুলো বর্ণনা কর।
- গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- সাংবিধানিক সরকারের সংজ্ঞা দাও। সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য সমালোচনা কর।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
- বিচার বিভাগ কাকে বলে? বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বিশ্লেষণ কর।
- নির্বাচকমণ্ডলী সংজ্ঞা দাও? নির্বাচক মন্ডলীকে সরকারের চরিত্র অঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা কর?
- আইন সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
- শাসন বিভাগ কাকে বলে? আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
- বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আলোচনা কর।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক ও পার্থক্য কি?
- রাজনৈতিক দলের সংজ্ঞা দাও? গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ কর।
- বিরোধীদলের সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন কর।
- জনমতের সংজ্ঞা দাও। জনমত গঠনের উপাদান সমূহ আলোচনা কর।
- সাংবিধানিক আইন কাকে বলে? ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতি গুলো কি?
- ” ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে তৈরি করা হয়নি ” – ব্যাখ্যা কর।
- ব্রিটিশ শাসনতন্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
- প্রথা বলতে কি বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা প্রথা কেন মান্য করা হয়?
- ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর?
অথবা, ব্রিটেনের রাজতন্ত্র আজও টিকে আছে কেন? আলোচনা কর। - ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাসের কারণ আলোচনা কর।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
- ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থার সাথে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্ণনা কর।
- জাতীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট এর ভূমিকা আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
- মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ড সবার মধ্যে পার্থক্য আলোচনা কর।
- ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ড সবার তুলনামূলক আলোচনা কর
- বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় এর তাৎপর্য বিশ্লেষণ কর।
- বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ? মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার ইতিহাস ও ক্রমবিকাশ আলোচনা কর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় ব্যবস্থা টিকে থাকার কারণ আলোচনা কর।
উপসংহার : জাতীয় বিশ্ববিদ্যালয় ( Natuonal University – NU ) অনুমোদিত বি.এ / বি.এস.সি ( অনার্স ) কোর্সের বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, দর্শন বিভাগ, ইসলামিক স্টাডিজ, ভূগোল ও পরিবেশ বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ এবং ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্র-ছাত্রীদের জন্য রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিভাগের এই সাজেশন ২০২৩ সালের জন্য প্রযোজ্য।
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বা Political Organisation And The Political System Of UK And USA ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সাজেশন দেয়া হয়েছে যা অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ সালে। যা বিগত সালের প্রশ্ন, হ্যান্ড নোট ও মুল বইয়ের থেকে বাছাইকৃত শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটি অনার্স ২য় বর্ষের সকল বিভাগের জন্য প্রযোজ্য। বিষয় কোড : ২২১৯০৯
উল্লেখিত সকল বিভাগ এর জন্য ( National University – NU ) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২২ সালের নতুন সিলেবাস অনুযায়ী অনার্স ২য় বর্ষ রাজনৈতিক সংগঠন সাজেশন ২০২৩ বা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ তৈরি করা হয়েছে। ১০০% কমন উপযোগী।
আমাদের সাথে যুক্ত থাকুন :
ফেসবুক পেজ : Facebook Page
ফেসবুক গ্রুপ : Join Now
Wow, superb blog layout! How lengthy have you been blogging for?
you made blogging glance easy. The whole glance of your website
is great, as well as the content! You can see similar here
ecommerce
Thank You, Stay With us 🌺
Wow, amazing weblog structure! How long have you been blogging for?
you make blogging glance easy. The entire look
of your website is fantastic, as neatly as the content material!
You can see similar here ecommerce
Thank You, Stay With us 🌺