অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২৩ [ সাজেশন ]
অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ১০০% কমন সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন, National University – NU এর Introducing Sociology suggestion honors 1st year 2022 শিক্ষাবর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২২ পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন্স। [ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ] বিষয় কোড : ২১২০০৯
অনার্স বিষয়গুলি সম্পর্কে নির্দেশনা এবং সাজেশন সরবরাহ করার জন্য আমি একজন সামাজিক বিজ্ঞান বিশেষজ্ঞ নই, তবে আমি চেষ্টা করবো কিছু সাধারণ এবং শর্ট সাজেশন প্রদান করতে। আপনাকে এই সাজেশনগুলি ব্যবহার করার আগে, আপনার শিক্ষাবর্ষের পাঠসূচি এবং শিক্ষার্থী প্রশ্নপত্রের নির্দেশিকা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া উচিত। এছাড়াও, নিজের পাঠসূচি ও প্রশ্নপত্রের নির্দেশিকা উপর ভিত্তি করে নিজের পরিক্ষার প্রস্তুতি করা উচিত।
বই ও নোটসমূহের পাঠগুলি অনুশীলন করুন এবং আগের বছরের প্রশ্নপত্রগুলি নিয়ে চিন্তা করে পুরানো বই ও নোটসমূহের পাঠগুলি অনুশীলন করুন। বিগত সালের প্রশ্নপত্রগুলির মাধ্যমে আপনি পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ এবং মানসিকতা সম্পর্কে ধারণা পাবেন। এছাড়াও, এই পাঠগুলি পড়ে আপনি অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি এর মৌলিক ধারণা ও সিদ্ধান্তগুলি বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায়, বিগত সালের প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন কমন থাকে। নিচের অনার্স প্রথম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি শর্ট সাজেশনসহ বিগত সালের প্রশ্নগুলো পড়লে আশা করা যায় ২০২২ সালের অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ১০০% কমন থাকবে। [ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে]
২০২৩ সালের অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২২ শিক্ষাবর্ষ পরীক্ষার জন্য আপনাকে নিম্নলিখিত কিছু শর্ট সাজেশন এবং ১০০% কমন সাজেশন প্রদান করছি। আশা করছি এগুলোর মধ্য থেকে কমন থাকবে।
বিষয় : সমাজবিজ্ঞান পরিচিতি
বিষয় কোড : ২১২০০৯
শ্রেণী : অনার্স ১ম বর্ষ ( ২০২২ শিক্ষাবর্ষ )
পরীক্ষা : ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।
অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২৩ সাজেশন
ক বিভাগ
১। সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক আগস্ট কোঁৎ [ Auguste Comte ]
২। যান্ত্রিক সংহতি প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর : যান্ত্রিক সংহতি প্রত্যয়টি প্রদান করেন এমিল ডুর্খেইম।
৩। দুর্যোগ ব্যবস্থাপনা কয়টি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি
৪। ‘GAD’ – এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘GAD’ – এর পূর্ণরূপ হলো Gender And Development
৫। সমাজ বিজ্ঞান বিষয়টি উৎপত্তি কত সালে?
উত্তর : ১৮৩৯ সালে
৬। “Principles Of Sociology” -গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর : Herbert Spencer
৭। “Hagemoney” শব্দের অর্থ কি?
উত্তর : Hagemoney” শব্দের অর্থ অধিপত্য
৮। “The Suicide” গ্রন্থটি কার লেখা?
উত্তর : Emile Darkheim
৯। মেগাসিটি কি?
উত্তর : এক কোটি বা তদূর্ধ্ব জনসংখ্যার অধ্যুষিত নগরকে মেগাসিটি বলে।
১০। “দি প্রিন্স” গ্রন্থটি কার লেখা?
উত্তর : ম্যাকিয়াভেলি
১১। দৃষ্টবাদ কি?
উত্তর : যে স্তরের যুক্তি এবং পর্যবেক্ষণ সম্বলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে তাকে দৃষ্টবাদ বলে।
১২। ফরাসি বিপ্লব কত সালে হয়?
উত্তর : ১৭৮৯ সালে
১৩। জেন্ডার কি?
উত্তর : জেন্ডার হল নারী ও পুরুষের সমাজ বিনির্মিত পার্থক্য।
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি
উত্তর : রিখটার স্কেল
১৪। WID কি?
উত্তর : Women And Development
১৫। পুঁজিবাদ কি?
উত্তর : পুঁজিবাদ হলো পণ্য উৎপাদন ও বিনিময়ের এমন একটি স্তর যেখানে উৎপাদন উপয় এর মালিকানা মুষ্টিমেয় কিছু লোকের হতে কেন্দ্রভুত থাকে এবং সমাজের বৃহৎ অংশ মালিকানা থেকে বঞ্চিত।
১৬। বিচ্যুতি কাকে বলে?
উত্তর : সমাজের আদর্শ ও মূল্যবোধ পরিস্থিতি আচরণ কে বিচ্যুতি বলে।
১৭। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর : ৮ ই মার্চ।
১৮। “Caste” শব্দের প্রথম কারা ব্যবহার করেন?
উত্তর : পর্তুগিজরা
১৯। “যান্ত্রিক সংহতি” কোন সমাজে পরিলক্ষিত হয়?
উত্তর : আদিম সমাজে
২০। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লেখ?
উত্তর : বুর্জোয়া ও প্রলেতারিয়েত
২১। আগস্ট কোঁৎ ‘Sociology’ শব্দটি কত সালে প্রণয়ন করেন?
উত্তর : ১৮৩৯ সালে
২১। বিশ্বায়ন কি?
উত্তর : বিশ্বায়ন হলো বিশ্বের সকল মানুষকে একই পতাক তলে নিয়ে আসার প্রক্রিয়া।
২২। ‘ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তবাদ’ – তত্ত্ব প্রদান করেন কে?
উত্তর : ‘ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তবাদ’ – কার্ল মার্কস ও ফ্রেডারিখ প্রদত্ত তত্ত্ব।
২৩। মর্গানের ধারণার সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর : ৩ টি। যথা: বন্যা দশা, বর্বরতা ও সভ্যতা।
২৪। “WHO” – এর পূর্ণরূপ কি?
উত্তর : WHO এর পূর্ণরূপ হল World Health Organisation
২৫। “Sociology Is The Science Of Social Phenomenon” উক্তিটি কার?
উত্তর : “Sociology Is The Science Of Social Phenomenon” উক্তিটি গিডিংস এর।
২৬। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ উদযাপন করা হয়?
উত্তর : বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন তারিখে উদযাপন করা হয়।
২৭। “HIV” – কোন রোগের সৃষ্টি করে?
উত্তর : HIV এইডস রোগের সৃষ্টি করে।
২৮। “Das Capital” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : “Das Capital” গ্রন্থটির রচয়িতা করেন কর্ল মার্কস ( Karl Marks )।
২৯। রেনেসাঁর সূচনা কোথায়?
উত্তর : রেনেসাঁস সূচনা হয় ইতালিতে।
৩০। “হেপাটাইটিস -বি” কিভাবে ছড়ায়?
উত্তর : সাধারণত সংক্রামিত রক্তের মাধ্যমে, সংক্রামিত সুচের মাধ্যমে, সংক্রামিত রোগীর ব্যবহার করার টুথব্রাশ রেজার প্রভৃতি ব্যবহারের ফলে হেপাটাইটিস বি ছরায়।
৩১। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লেখ?
উত্তর : বুর্জোয়া শ্রেণী ও সর্বহারা শ্রেণী।
৩২। সামাজিক অসমতার কারণ কি?
উত্তর : সামাজিক অসমতার কারণ অর্থনৈতিক অবস্থা।
৩৩। লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : হাউওয়ার্ড বেকার লেভেলিং তত্ত্বের প্রবক্তা ছিলেন।
৩৪। উদ্যান চাষ কি?
উত্তর : দা, কুড়া, কোদাল ইত্যাদি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশেপাশে মাটি খুঁড়ে বীজ বপন করে যে চাষাবাদ করা হয় তাই মূলত উদ্যান কৃষি।
৩৫। বাংলাদেশের মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে?
উত্তর : বেগম রোকেয়া।
৩৬। একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লিখ?
উত্তর : W. W. Rostow
☞ শিক্ষা বিষয় আরো পোস্ট পেতে ভিজিট করুন: এখানে
অনার্স প্রথম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩
খ বিভাগ
- সংক্ষেপে সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর?
- সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও?
- দৃষ্টবাদ কী?
- অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ?
- সামাজিক সমস্যা বলতে কি বুঝ?
- সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর?
- নগরায়নের নেতিবাচক দিক উল্লেখ কর?
- ভদ্রবেশি অপরাধ বলতে কী বুঝ?
- বাংলাদেশের স্বাস্থ্য হীনতার যেকোনো পাঁচটি কারণ সম্পর্কে সংক্ষেপে লিখ?
- হেজমনি কি?
- কর্তৃত্ব কি? বা আধিপত্য কাকে বলে?
- অতি নগরায়ন কি?
- শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর?
- সংক্ষেপে বড় শূন্যতার কারন গুলো আলোচনা কর?
- জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
- সামাজিক অসমতা কি?
- জেন্ডার ও উন্নয়নের ব্যাখ্যা দাও?
- সাংস্কৃতি ও সভ্যতার পার্থক্য লেখ?
- বয়সের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা কর?
- STD কি এবং কিভাবে প্রতিরোধ করা যায়?
- বাংলাদেশে বস্তি বৃদ্ধির কারণ গুলো সংক্ষেপে আলোচনা কর?
- উদাহরণসহ মার্কসীয় দৃষ্টিকোণ থেকে মানব সমাজ
- বিবর্তনের পর্যায় গুলো সংক্ষেপে আলোচনা কর?
- সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা লিখ?
- যক্ষা কিভাবে প্রতিরোধ করা যায়?
অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২৩ সাজেশন
গ বিভাগ
- সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকা সম্পর্কে যা জানো লিখ? সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর?
- সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর ?
- সাংস্কৃতির সংখ্যা দাও। সাংস্কৃতির উপাদান সমূহ আলোচনা কর?
- নগরায়ন কি। সংক্ষেপে বাংলাদেশের সমাজের উপর নগরায়নের প্রভাব আলোচনা কর?
- “সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান” ব্যাখ্যা কর?
- সংক্ষেপে AIDS এর কারণ ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর?
- একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর?
- সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বায়নের ভূমিকা পর্যালোচনা কর?
- সমাজ জীবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর?
- বিচ্যুতির সম্পর্কে এডউন সাদারল্যান্ডের তত্ত্বটি পর্যালোচনা কর?
- উন্নয়নশীল দেশসমূহের সামাজিক অসমতার প্রকৃতি বিশ্লেষণ কর?
- স্বাস্থ্যের উপর পরিবেশ ও আচরণের বিরূপ প্রভাব আলোচনা কর ?
- অগবার্ণ এর সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর?
- লিঙ্গ বৈষম্য কি? এর ক্ষেত্রসমুহ আলোচনা কর?
জেন্ডারের ভিত্তিতে সৃষ্টি সামাজিক বৈষম্যর প্রভাব ব্যাখ্যা কর।
উপসংহার : উপরে উল্লেখিত অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ১০০% কমন সাজেশন সকল বিভাগের বাছাই করা কমন থাকার মতো প্রশ্ন দেয়া হয়েছে।
২০২২ সালের শিক্ষাবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন ২০২৩ এর প্রশ্নগুলোর পাশাপাশি পাঠ্যবই থেকে আরো কমন উপযোগী পশ্নগুলো পড়লে আশা করা যায় অনার্স ১ম বর্ষে ভালো ফলাফল করার সম্ভবনা থাকবে। National University – NU এর Introducing Sociology suggestion honors 1st year 2022 শিক্ষাবর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি ২০২২ পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন্স। [ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ]
Hello there, just became aware of your blog through Google, and found that it’s truly
informative. I’m going to watch out for brussels.
I’ll appreciate if you continue this in future.
A lot of people will be benefited from your writing.
Cheers! Escape roomy lista